# নিজস্ব প্রতিবেদক :-
তদারকি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জ জেলা বাসদ (মার্ক্সবাদী) কর্মী সমাবেশ করেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের ইজ্জতের বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মাসুদ রেজা, জেলা কমিটির সদস্য সোহরাব মিয়া, জমির উদ্দিন, গিয়াস উদ্দিন, এবায়দুল ইসলাম প্রমুখ।
দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে ব্যর্থ হয়েছে। আজ সাধারণ মানুষ তাদের চাহিদামত নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না। প্রয়োজনীয় প্রোটিনের অভাবে মানুষ আজ পুষ্টিহীনতার শিকার হচ্ছে। শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি পায় না। আইন শৃংখলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গণতান্ত্রিক অধিকার আজ ভূলুণ্ঠিত। আগামী দিনে জনমত যাচাইয়ের জন্য একটি সুষ্ঠু নির্বাচন জরুরি হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই কারণে আমরা বাম প্রগতিশীলরা নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করছি। সেই সঙ্গে বাজারে নৈরাজ্য সৃষ্টিকারী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করছি।