• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কটিয়াদীতে কবি নূরে মালেকের স্মরণ সভা ভৈরব সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হুমকি ধামকি দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না ……………. নাজমুল হাসান

# মিলাদ হোসেন অপু :-
হুমকি ধামকি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো যাবে না। সংবিধান মেনে এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোন ষড়যন্ত্র নির্বাচন রুখতে পারবে না। আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় বক্তব্যে কথাগুলো বলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেক্সিমকো ফার্মা লি. এর পরিচালক রোকসানা হাসান।
তাতালচর আলফাজ উদ্দিন হাইস্কুল মাঠে কামরুজ্জামান ভূইয়া রকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
অন্যান্যের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার, সাবেক চেয়ারম্যান কাইসার আহমেদ ভূঁইয়া, শহীদুল্লাহ কাইসার, গোলাম সারোয়ার গোলাপ, আওয়ামী লীগ নেতা রমজান খাঁ, জামাল উদ্দিন ভূঁইয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা গজারিয়া ইউনিয়নের বিভিন্ন প্রয়োজনীয়তা নিয়ে নাজমুল হাসান পাপনকে অবগত করলে তিনি আগামী সংসদ নির্বাচনের পর ইউনিয়নের অসম্পূর্ণ কাজ ও বিভিন্ন সমস্যা সমাধান করবেন।
নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, রাজনীতিতে আমার বাবার যেমন চাহিদা ছিল না। আমারও কোন চাহিদা নেই। আমি ভৈরবের মানুষের উপকার করতে রাজনীতি করছি। দেশী ও বিদেশী চক্রান্ত দেশের উন্নয়ন ঠেকাতে দেশকে ধ্বংস করতে পায়তারা করছে। তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার সাহসিকতার নিদর্শন আজকে বাংলাদেশের উন্নয়ন। বঙ্গবন্ধু দেশ পরিচালনার সাড়ে তিন বছরের মধ্যে স্বপরিবারে হত্যা করেছিলেন। এরপর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। ১৯৯৬ সালের পূর্বে এ দেশে কোন উন্নয়ন হয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে কোন সরকার তা করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। নাহলে দেশকে ধ্বংস করে দিতে দেশ বিরোধী চক্রান্তকারীরা।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে বাঁশগাড়ী, গজারিয়া, মানিকদী চৌমুরী বাজার ঈদগাহ্ মাঠ, তাতালচর আলফাজ উদ্দিন হাইস্কুল ও ইউনিয়ন পরিষদ মাঠে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেন নাজমুল হাসান পাপন।
আলোচনা শেষে আলফাজ উদ্দিন হাইস্কুলে নিজ নামে নাজমুল হাসান পাপন একাডেমিক ভবন উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *