# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি’র আগামীকাল রোববারের রোডমার্চ উপলক্ষে কিশোরগঞ্জে বড় শোডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিন বিকালে ময়মনসিংহ থেকে কেন্দ্রেীয় নেতারাসহ রোডমার্চ কিশোরগঞ্জের ওপর দিয়ে ঢাকায় ফিরবে। পথে বিকাল ৪টায় কিশোরগঞ্জ শহরতলির লতিবপুর বালুর মাঠে রোডমার্চ যাত্রা বিরতি করবে। সেখানে স্থানীয় বিএনপি বড় আকারের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অন্যান্য নেতারা মাঠের প্রস্তুতি তদারকি করেন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, রোডমার্চে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মাঈন খান, নজরুল ইসলাম খান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। বালুর মাঠের ধারণ ক্ষমতা ১৫ হাজারের বেশি। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ আশপাশেও প্রচুর খালি জায়গা রয়েছে। সেখানে স্থানীয় নেতাকর্মীরা রোববার বিকালে বিপুল সংখ্যায় জড়ো হয়ে রোডমার্চকে স্বাগত জানাবেন। ফলে সেখানে একটি সমাবেশের প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠ প্রস্তুত করা হচ্ছে। মাঠে মঞ্চ নির্মাণ করা হবে। সেখানে সমাবেশ শেষ করে রোডমার্চ ঢাকায় ফিরে যাবে বলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন।