• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, আহত চার কিশোরগঞ্জের ৩৮৪টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা দুই মণ্ডপেই ১৪ দুর্গা কুলিয়ারচরে ক্বওমী মাদরাসার মুহতামিমদের সাথে ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা ভৈরবে ড্রেন নির্মাণকাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজে দুইজন আহত, তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ভৈরবে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ভৈরবে ব্রহ্মপুত্র নদী থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ ভৈরবে ব্রহ্মপুত্র নদী থেকে বিজয় মিয়া (১০) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে ভৈরব নদী ফায়ার স্টেশন ডুবুরী দল। আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর দুপুর ১টা ৫০ মিনিটে পৌর শহরের জগন্নাথপুর বেণীবাজার পুরাতন ফেরিঘাট ব্রহ্মপুত্র নদের এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিজয় মিয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার সহিদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব ফায়ার স্টেশন কর্মকর্তা ও উদ্ধার কাজের টিম লিডার মো. রাশেদ উদ্দিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিজয় সহপাঠিদের সাথে বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদে গোসল করতে আসে। গোসলের সময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। ঘণ্টা খানেক পর লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রথমে ভৈরব নদী ফায়ার স্টেশনকে ও পরে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা ১টা ৫০ মিনিটে ভৈরব ফায়ার সার্ভিসদল ও ডুবুরীদল লাশ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় এক যুবক ডেনী ভূইয়া বলেন, দুজন ছেলে এক সাথে গোসলে নামে। এর মধ্যে বিজয় সাঁতার জানতো না। হঠাৎ একটি বড় নৌকার ঢেউয়ে বিজয় পানিতে তলিয়ে যায়। তারপর স্থানীয় ২/৩ জন যুবক তাকে খোঁজতে গেলে আর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে খোঁজতে থাকে। হঠাৎ লাশ ভেসে উঠলে ডুবুরীদল তাকে উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের বাবা সহিদ মিয়া জানান, সকাল ১১টার দিকে আমার ছেলে বাসা থেকে বের হয়েছে। আমি জুতার কাজ করি। আমার ছেলে গোসল করতে এসেছে সেটা আমরা জানতাম না। স্থানীয়দের মধ্যমে খবর পেয়ে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই। আমার ছেলে সাঁতার না জানায় হয়তোবা আজকে ছেলেকে হারিয়েছি। তবে কার সাথে এসেছে সেটা আমি বলতে পারছি না।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পানিতে পড়ে মৃত্যুর এখনো কোন খবর পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *