• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ভৈরবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এবং দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন স্ত্রী কুপিয়েছেন ষষ্ঠ স্বামীকে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন, সাইভার আক্রমণ বেশি হচ্ছে নারীদের বিরুদ্ধে নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা নারীর বুকে অভিনব কায়দায় রাখা ছিল ৫ হাজার পিস ইয়াবা, দুই মাসে আটক ১৮ নারী মাদক কারবারি টিনের চালা কেটে দুইটি ইলেকট্রিক দোকানে দুর্ধর্ষ চুরি, বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ট্রেনে পুলিশকে মারধর টিটিইর সাথে অসদাচরণের ঘটনায় দুইজন গ্রেপ্তার কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

কুলিয়ারচরে আরডিআরএস বাংলাদেশের নতুন শাখার শুভ উদ্বোধন

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর একটি নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নমূলক সেবা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সহজলভ্য করার লক্ষে নরসিংদী অঞ্চলের অধীনে প্রতিষ্ঠিত এই শাখাটি সংস্থাটির ২৯৬তম শাখা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর পৌরশহরের খড়কমারা মহল্লার আশরাফ ভিলার দ্বিতীয় তলায় শাখার শুভ উদ্বোধন করেন, ঢাকা-সিলেট ডিভিশনের আরডিআরএস বাংলাদেশের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাকির হোসেন ও আলিমুজ্জামান শেখ, সিনিয়র হিসাব কর্মকর্তা আবুল কালাম আজাদ, এরিয়া ম্যানেজার মো. আব্দুল আলীম ও সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলামসহ এলাকা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, সদস্য ও কমিউনিটির প্রতিনিধি।
বক্তারা আরডিআরএস বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন শাখার মাধ্যমে কুলিয়ারচর উপজেলায় উন্নয়ন কর্মসূচি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই শাখা অফিস থেকে ক্ষুদ্রঋণ প্রদান, সঞ্চয় সংগ্রহ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পূর্বের তুলনায় আরও কার্যকরভাবে পরিচালিত হবে। এতে এলাকায় স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আরডিআরএস বাংলাদেশ দেশের প্রথম প্রজন্মের অন্যতম উন্নয়ন সংস্থা, যা গত ৫৩ বছরেরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
কুলিয়ারচরে নতুন শাখা উদ্বোধনের মধ্য দিয়ে সংস্থাটির উন্নয়ন কার্যক্রম নতুন মাত্রা পাবে বলে স্থানীয়রা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *