# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির সাবেক দুইবারের এমপি জেলা বিএনপির সাবেক আহবায়ক মেজর (অব.) আখতারুজ্জামান অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তাঁকে ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
রোববার রাত ৮টার দিকে তাঁর মোবাইল নম্বরে ফোন দিলে তিনি নিজেই ফোন ধরেন। তাঁর অসুস্থতার কথা জিজ্ঞাসা করলে জানান, হঠাৎ গ্যাসের সমস্যা হওয়ায় তিনি হাসপাতালে গিয়েছেন। সেখানে এন্ডোস্কোপি করা হয়েছে। এন্ডোস্কোপি করার পর হাসপাতালে একদিন রেখে দেয়। সেই কারণেই তাকে রোববার রাতটা হাসপাতালেই থাকতে হচ্ছে। তবে শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভাল বলে তিনি জানিয়েছেন।