# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। গত ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় তিনি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নিজেও শিক্ষার্থীদের পাঠদান করান।
জেলা প্রশাসক শিশুদের সঙ্গে ক্লাস নেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা মুগ্ধতা প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান, শিক্ষকদের উপস্থিতি ও নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের আন্তরিকতা ও সঠিক দিকনির্দেশনার ওপর। শিক্ষার পরিবেশ উন্নত করতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।”
তিনি শিক্ষকদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান উপস্থিত ছিলেন।