# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব উপজেলার শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষিকা দীপা রানী সাহা অবসর জনিত কারণে প্রাথমিক শিক্ষা পরিবার থেকে বিদায় গ্রহণ করলেন। তিনি ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বশেষ কর্মদিবস পালন শেষে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় অনুষ্ঠান শেষে এলাকায় এক আবেগঘন হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। বিদায়ের দিন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে প্রিয় শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নার রুল পড়ে।
অনুষ্ঠানে তেয়ারীর চর ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মো. মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলার সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, সানজিদা পারভীন, শ্রীনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আসাদুজ্জামান প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষকা আফরিন আক্তার। তিনি বলেন, ম্যাডামের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনে দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাউস মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কমলপুর মোজাফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা ফারহানা বেগম লিপি, পলতাকান্দা সৃজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শওকত আলী, শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান।
এ সময় অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষিকা দীপা রানী সাহার স্বামী শ্রী গোপাল ধর, ছেলে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর ও কন্যা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার লোটাস ধর উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষিকা দীপা রানী সাহার বিদায় উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী এক বিদায় সংবর্ধনার আয়োজন করেন। আজকের এই দিনে তাঁর চাকুরী জীবন ৩৮ বছর পূর্ণ হলো। আর বয়স তাঁর হলো ৫৯ বছর। ভৈরব উপজেলার শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর যোগদান করে চাকুরী জীবন শুরু করেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ভৈরব উপজেলার শ্রীনগর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ শিক্ষকতা জীবন শেষ করে অবসর গ্রহণ করেন। প্রধান শিক্ষিকা দীপা রানী সাহা ভৈরব উপজেলা পর্যায়ে ও কিশোরগঞ্জ জেলা পর্যায়ে কয়েকবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০১৯ সালে ৯ ডিসেম্বর শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জয়িতা পদকে ভূষিত হোন।
বিদায়ী প্রধান শিক্ষিকা দীপা রানী সাহা বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।