# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৯ বছর পর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তপসিল ঘোষণার পর সভাপতি পদে দুইজন আর সাধারণ সম্পাদক পদে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। নির্ধারিত তারিখে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন ও বিএনপি কর্মী অ্যাডভোকেট ওমর ফারুক মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এখন সভাপতি পদে প্রার্থী আছেন জেলা বিএনপির বর্তমান সভাপতি শরীফুল আলম ও সহ-সভাপতি রুহুল হোসাইন। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী আছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এএম সাজ্জাদুল হক ও নিকলী উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলম রাজন। সহকারী নির্বাচন কমিশনার মোকাররম হোসেন শোকরানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুইজন সভাপতি ও চারজন সাধারণ সম্পাদক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি প্রার্থী শরীফুল আলম পেয়েছেন আনারস প্রতীক, আর রুহুল হোসাইন পেয়েছেন ছাতা প্রতীক। সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পেয়েছেন রিকশা প্রতীক, খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ফুটবল প্রতীক, সাজ্জাদুল হক পেয়েছেন গোলাপ ফুল প্রতীক, আর শফিকুল আলম রাজন পেয়েছেন মাছ প্রতীক। কাউন্সিলর আছেন দুই হাজার ১০৭ জন।
শহরের পুরাতন স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে ভোট গ্রহণ করা হবে। এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর সর্বশেষ জেলা সম্মেলন হয়েছিল।