# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামে নিখোঁজের একদিন পর ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ গর্তে জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাড়ির পাশে একটি গর্তের পানিতে তার লাশ ভেসে ওঠে। মৃত ইকরা উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুর থেকে ইকরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির চারপাশসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। মঙ্গলবার বাড়ির পাশে গর্তের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। স্বজনরা গর্ত থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ইকরার পরিবার সুত্রে জানা যায়, ইকরা মৃগী রোগে আক্রান্ত ছিল। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতাম। সোমবার নিখোঁজ হওয়ার পর আর তাকে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার বাড়ির পাশে গর্তের পানিতে তার লাশ পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মুগদিয়া গ্রামে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফন করার জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।