# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও লাহুন্দ এলাকায় হাওর থেকে শস্য আনা-নেওয়া ও স্থানীয়দের দৈনন্দিন চলাচলের জন্য কোনো সড়ক না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী।
১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সরেজমিনে পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় তিনি স্থানীয়দের দুর্ভোগের কথা শুনে তাৎক্ষণিকভাবে ওই সড়ক নির্মাণ কাজের বরাদ্দের আওতায় নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, গ্রামীণ জনগণের চলাচল ও কৃষিজ পণ্য পরিবহন সহজ করতে দ্রুততম সময়ের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শুরু হবে।
এলাকাবাসী ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন।