# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জোয়ারিয়া গ্রামে অসুস্থ মা-বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসলেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ইমরান হোসেন নামে এক যুবক। ইমরান হোসেন কটিয়াদী উপজেলার জোয়ারিয়া গ্রামের হাজী শামসুদ্দিনের ৩য় ছেলে।
১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার আগে উপজেলার শিবনাথ সাহার বাড়ির পাশে খেলার মাঠে ইমরান হোসেন, তার মা, স্ত্রী ও বাচ্চাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের প্রায় ৪-৫ ঘণ্টা আগে থেকেই হেলিকপ্টার দেখতে মাঠে এসে অপেক্ষা করছিলেন উপজেলার কয়েক শতাধিক উৎসুক জনতা।
এসময় ইমরান হোসেনের ছোট ভাই জোয়ারিয়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি এবাদুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, আমার অসুস্থ মা-বাবার স্বপ্ন পূরণ করায় আমার বড় ভাইয়ের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
প্রবাসী ইমরান হোসেন বলেন, আমার মা খুবই অসুস্থ। মাকে বললাম তুমি ঢাকায় এসে উন্নত চিকিৎসা গ্রহণ করো। আমি দেশে এসেই তোমাকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে যাবো। তাই দেশে এসেই মায়ের স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টারে বাড়িতে আসলাম।
প্রবাসী ইমরান হোসেনের ছোট ভাই এবাদুল মিয়া, বেথৈর আনন্দ বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম লিটন, বন্ধু বোরহান উদ্দিন, কামরুল ইসলাম কামাল, নাসির উদ্দিন, রুকন শাহ তাকে ফুল দিয়ে বরণ করেন।