# মাহাবুব রহমান রুবল :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের ফারুক আকন্দ (২৮) জীবিকার সন্ধানে ছয় মাস আগে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। দরিদ্র সংসারের হাল ধরতে মা ধারদেনা করে তাকে পাঠিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেই প্রবাসেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তার জীবন।
১৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে পবিত্র নগরী মক্কায় ঘটে এই দুর্ঘটনা। পরিচ্ছন্নতাকর্মীর দৈনিক কাজ শেষে বাসায় ফেরার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন ফারুক। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মায়ের কণ্ঠে শেষবারের মতো কথা বলেই নিথর দেহে মাটিতে লুটিয়ে পড়েন ফারুক।
মাত্র ছয় মাস আগে ভালো জীবনের স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া এই যুবক রেখে গেছেন অসহায় বৃদ্ধা মা ও দুই বোনকে। ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। সংসারের স্বচ্ছলতা ফেরাতে ফারুক ছিলেন পরিবারের একমাত্র আশার আলো। তার মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা ও বোনেরা।
নিহতের পরিবার জানায়, ধারদেনার টাকা শোধ করতেই হিমশিম খাচ্ছিলেন তারা। এর মধ্যেই প্রিয় ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা। ফারুকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন শোকাহত স্বজনরা।