# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক দিকনির্দেশনা বিষয় নিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন (দিলীপ), উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মোজাম্মেল হক জোয়ারদার প্রমুখ।
প্রস্তুতি সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।
প্রস্তুতি সভায় পূজামন্ডপে চলাচলে গুরুত্বপূর্ণ যেসকল রাস্তা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মন্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য নিবের্দশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।