• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক

তাপপ্রবাহ বলতে বাতাসের অতিরিক্ত গরম অবস্থা বুঝায়। যদি কোন স্থানে বাতাসের তাপমাত্রা লম্বা সময় ধরে অতিরিক্ত বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায় তবে তাকে তাপদাহ বলে। তীব্র গরম পড়লে ফল, ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে, খরা প্রবণ এলাকায় দাবানলের ঝুঁকি থাকে, জীবজন্তু এবং মানুষের স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়ে, এমনকি অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই তাপপ্রবাহ বাড়ার কারণ ও এই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় সম্পর্কে নিম্নে আলোকপাত করা হল:
তাপপ্রবাহ বাড়ার কারণ:
ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহকে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে গজব বা পরীক্ষা হিসেবে দেখা হয়। কেননা পাপের কারণে প্রকৃতিতে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এবং এর ফলস্বরূপ পৃথিবীতে বিভিন্ন দুর্যোগ আসতে পারে। যেমন- সূরা রূমের ৪১নং আয়াতে এসেছে, “মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে। যার ফলে আল্লাহ তায়ালা তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।”
অন্যত্র এসেছে, আর তোমাদের প্রতি যে মুসীবত আপতিত হয় তা তোমাদের হাতেরই কামাই তথা কৃতকর্মের ফল। আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। (সূরা শুরা: ৩০)
উল্লেখিত দুইটি আয়াত থেকে স্পষ্টভাবেই বুঝা যায় যে, বিভিন্ন বিপর্যয়ের জন্য অনেকাংশে মানুষই দায়ী। আর বিজ্ঞানও এই কথা বলে। কেননা জীবাশ্ম জ্বালানি ও বন উজাড়ের মাধ্যমে সবুজায়ন ধ্বংস করা, নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় মাটি ভরাটের কারণে কমে আসা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্প কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়াসহ মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে অতিরিক্ত নির্গত গ্রিনহাউস গ্যাস সূর্যের তাপকে পৃথিবীর বায়ুমন্ডলে আটকে রাখে, যার ফলে তাপমাত্রা দিন দিন অত্যধিক হারে বৃদ্ধি পাইতেছে।
তাপপ্রবাহে আমাদের করণীয়:
১। আল্লাহর নিকট তওবা করা। তাপপ্রবাহ আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। কেননা হাদীসে এসেছে, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। (বুখারী: ৫৩৬) কাজেই আমাদের অন্যতম করণীয় হল, গরমের সময় মহান আল্লাহর নিকট বেশী করে ইস্তিগফার করা। কেননা সূরা নূহের ১০-১১নং আয়াতে এসেছে “তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন।”
২। বৃক্ষ রোপন করা। গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার বিকল্প নেই। তাছাড়া বৃক্ষ রোপন করা মহানবী (সা.) এর একটি মহান সুন্নতও বটে। নবী (সা.) বলেন, যদি কিয়ামত এসে যায় এবং তখন তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে কিয়ামত হওয়ার আগেই তার পক্ষে সম্ভব হলে যেন চারাটি রোপন করে। (আদাবুল মুফরাদ: ৪৮১)
৩। ধৈর্যধারণ করা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গ্রীষ্মকালকে গালমন্দ না করে ধৈর্যধারণ করা। গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই গরমকালকে গালমন্দ করেন, অযাচিত বাক্য ব্যয় করেন যা অনুচিত। কেননা হাদীসে কুদসিতে এসেছে, আদম সন্তান সময়কে গালমন্দ করে। অথচ আমিই সময় (নিয়ন্ত্রণ করি)। আমার হাতেই রাত ও দিন (এর বিবর্তন সাধিত হয়)। (সহীহ মুসলিম)
৪। রোদ থেকে বাঁচা। প্রচণ্ড গরমের অন্যতম কারণ যেহেতু রোদের তীব্রতা, কাজেই রোদ থেকে যথাসম্ভব বেঁচে থাকা। অপ্রয়োজনে রোদে অবস্থান না করা। ক্বাইস (রা.) তার পিতা হতে বর্ণনা করেন, তিনি রাসূল (সা.) এর খুতবাহ দেওয়া অবস্থায় রোদে এসে দাঁড়ালেন। তখন রাসূল (সা.) তাকে ছায়াই আনার আদেশ দিলে তাকে ছায়ায় আনা হয়। (আবু দাউদ: ৪৮২২)
৫। পিপাসার্তকে পানি পান করানো। গরমে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরী। কথায় আছে, পানির অপর নাম জীবন। কাজেই তাপ প্রবাহের ক্ষতি থেকে বাঁচতে যথেষ্ট পরিমাণ পানি পান করতে হবে। সেই সাথে পিপাসার্তকে পানি পান করানোর ব্যবস্থা করা যেতে পারে। হাদীসে এসেছে, সা’দ ইবনে উবাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বললাম, ইয়া রাসূলুল্লাহ। কোন সদাকা উত্তম? তিনি বলেন, পানি পান করানো। (নাসায়ী: ৩৬৬৫)
৬। ঘর প্রশস্ত করা ইত্যাদি। বসবাসের ঘর-বাড়ি প্রশস্ত ও বড়সড় হওয়া উচিত। এতে করে ঘরের ভেতরের পরিবেশ যেমন আরামদায়ক হবে, ঠিক তেমনভাবে হাদীসের উপরও আমল হবে। রাসূল (সা.) বলেন, সুসংবাদ ঐ ব্যক্তির জন্য যে তার জিহবাকে সংযত রাখতে সক্ষম হয়েছে, বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে। (সহীহ তারগীব: ২৮৫৫)
উল্লেখিত আলোচনার মাধ্যমে তাপপ্রবাহের ব্যাপারে ইসলামের ব্যাখ্যা ও আমাদের কিছু করণীয়ের কথা জানতে পারলাম। আমাদের সকলেরই উচিত এইগুলো মেনে চলা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *