• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন |
  • English Version

বিধিমালা বিতর্কে মিলছে না ভূমি অপরাধ আইনের ফল

বিধিমালা বিতর্কে মিলছে না
ভূমি অপরাধ আইনের ফল

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩’ প্রণয়ন করলেও বিধিমালা বিতর্কে ভুক্তভোগীরা পাচ্ছেন না ভূমি দস্যুতার প্রতিকার। এমন তথ্যই জানা গেছে প্রশাসন ও আইনজীবীদের সঙ্গে কথা বলে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অবৈধ ভূমি দখল উচ্ছেদের ক্ষমতা দিয়ে আইন প্রণীত হলেও কিশোরগঞ্জে মামলা নেয়া হচ্ছে না। ফলে ভুক্তভোগীরা প্রতিকার পাচ্ছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
সিনিয়র আইনজীবী অশোক সরকার জানিয়েছেন, সরকার ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩’ প্রণয়ন করেছে। সেটি গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরে অনুমোদিত হয়ে গ্যাজেটও হয়েছে। এ আইনের ৮ এর (১) ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে, তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন।’
৮ এর (২) ধারায় বলা হয়েছে, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে, তাহাকে তাহার পূর্ব-দখলীয় ভূমিতে দখল পুনর্বহান করিবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।’
আইনে আরও বলা হয়েছে, ‘(৪) উপধারা (১) এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে ৩ (তিন) মাসের মধ্যে উহার নিষ্পত্তি, প্রযোজ্য ক্ষেত্রে, দখল পুনরুদ্ধার করিতে হাইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।’
অ্যাডভোকেট অশোক সরকার জানিয়েছেন, জেলা শহরের আলোরমেলা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিরুল ইসলামের জায়গা কনক নামে এক ব্যক্তি জোরপূর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আমিরুল ইসলামের পক্ষে অশোক সরকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের কাছে এ বষয়ে মামলা করতে গিয়েছিলেন। কিন্তু তিনি মামলা নিতে রাজি হননি।
অপর আইনজীবী আ.স.ম ফেরদৌস জানান, তিনি নিজেই তাঁর জায়গার ব্যাপারে এ আইনে একটি মামলা করতে চাইছেন। কিন্তু পারছেন না। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর কাছে গেলে তিনি আইনের বিষয়টি আরও ভাল করে জেনে তারপর এ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। বিভিন্ন আইনজীবীর কাছে এ ধরনের আরও বেশ কিছু মামলা পড়ে আছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আ.স.ম ফেরদৌস। তিনি মনে করেন, সরকার প্রণীত এই আইনে ‘অবশ্যই’ মামলা নেয়ার সুযোগ আছে। চাঁদপুরে এই আইনের আওতায় একটি মামলায় ইতোমধ্যে অপরাধীর সাজা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, তাঁর কাছে গিয়ে যে কেউ সমস্যা নিয়ে আবেদন করতে পারেন। আইনের আওতায় যেটুকু করার সুযোগ আছে, তা করবেন। কিন্তু উচ্ছেদের বিষয় থাকলে তখন আদালতে যেতে হবে। আ.স.ম ফেরদৌসের সমস্যাটি উচ্ছেদ সংক্রান্ত। নতুন প্রণীত আইনটি উপলব্ধির ক্ষেত্রে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজকে এ ব্যাপারে প্রশ্ন করলে জানান, ‘এখন পর্যন্ত কোন জেলাতেই নতুন আইনে এ ধরনের মামলা নেয়া হচ্ছে না। কারণ, আইন প্রণীত হলেই হবে না। এর জন্য বিধিমালা হবে। কর্মপদ্ধতি তৈরি হবে। তারপর আমরা মামলা নিতে পারবো।’
এ ব্যাপারে সরকারি কৌশুলি (জিপি) বিজয় শংকর রায় বলেছেন, এই আইনটি প্রণীত হওয়ায় এখন এসব মামলার জন্য দেওয়ানি আদালতের ওপর চাপ কমবে। তবে তিনিও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছে এখনও এ ধরনের মামলার চর্চা শুরু হয়নি। তাঁরা কি প্রক্রিয়ায় মামলা গ্রহণ করবেন, কি প্রক্রিয়ায় সমাধান করবেন, এ ব্যাপারে সরকারের কোন দিক নির্দেশনার বিষয়েও তিনি অবহিত নন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *