• বুধবার, ০১ মে ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন- এমপি লিপি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ ভৈরবে তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ ভৈরব কৃষকের মাঝে ভুর্তকি মুল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবে গরমে বিপর্যস্ত শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ হিটস্ট্রোকে প্রাক্তন ফুটবলারের মৃত্যু ভৈরবে মাজারের খাদেম হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ তীব্র তাপদাহে ভৈরবে ডাক বাংলোর কন্ট্রোল রুমে আগুন হোসেনপুরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা করা ভাতিজা গ্রেফতার পাকুন্দিয়ায় কালেজ ছাত্র শরীফ হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

কিশোরগঞ্জের একটি ছাড়া পাঁচটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন নিলেন

ছেলের মনোনয়নপত্র দেখছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের একটি ছাড়া
পাঁচটি আসনে একাধিক
প্রার্থী মনোনয়ন নিলেন

# নিজস্ব প্রতিবেদক :-
নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর পরই আওয়ামী লীগ শনিবার থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে। কিশোরগঞ্জে নির্বাচনী আসন রয়েছে ৬টি। এর মধ্যে একটি আসনে আওয়ামী লীগের বর্তমান এমপির বাইরে কোন প্রার্থীর নাম শোনা না গেলেও বাকি চারটি আসনে অন্তত অর্ধডজন করে প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আর একটি আসনে দুজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় ছেলে রাসেল আহমেদ তুহিন। তিনি মনোনয়পত্র নিয়ে সোমবার বাবার কাছে গিয়ে দেখিয়েছেন এবং দোয়া নিয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বর্তমানে এমপি আছেন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সন্তান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানে তাঁর বাইরে অন্য কোন প্রার্থী দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেননি।
অন্যদিকে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বর্তমানে এমপি আছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। এখানে তাঁর বাইরে ঢাকায় আইন পেশায় নিয়োজিত আব্দুল হামিদ নামে একজন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। একথা নিশ্চিত করেছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
তবে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বর্তমান এমপি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দা জাকিয়া নূর লিপির বাইরে তাঁর বড়ভাই মেজর জেনারেল (অব.) সাফায়েতুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিয়ুর রহমান হুমায়ুন, বর্তমান এমপির চাচাত ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় ছেলে রাসেল আহমেদ তুহিন ও জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমেদ সাদী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রাসেল আহমেদ তুহিন কর্মী-সমর্থকদের নিয়ে তাঁর মনোনয়ন পত্রটি সোমবার বাবা সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ঢাকার নিকুঞ্জ এলাকার বাসায় গিয়ে দেখিয়েছেন এবং দোয়া চেয়েছেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বর্তমানে এমপি আছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এর বাইরে সাবেক এমপি সোহরাব উদ্দিন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, চক্ষু বিশেষজ্ঞ দীন মোহাম্মদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বর্তমানে এমপি আছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। একাদশ সংসদ নির্বাচনে সমঝোতার নির্বাচন হওয়ায় তখন এখানে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। সমঝোতার বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা বিএমএ সভাপতি মাহবুব ইকবাল, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম নৌশাদ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য এরশাদ উদ্দিন, মেজর (অব.) মো. নাসিমুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যারিস্টার গোলাম কবীর এবং করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বর্তমানে এমপি আছেন আফজাল হোসেন। এখানে তাঁর বাইরে মনোনয়ন কিনেছেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলাউল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ, নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুন্নবী সাথী। তবে এই আসনের বিশেষ বৈশিষ্ট হচ্ছে, এমপি আফজালের বিরুদ্ধে বাকি সব প্রার্থী একাট্টা। তাঁদের প্রধান দাবি প্রার্থী পরিবর্তন। এই দাবিতে তাঁরা অনেক দিন ধরেই এক মঞ্চে উঠে সমাবেশ করছেন। আফজালের পরিবর্তে অন্য যে কোন একজনকে মনোনয়ন দিলেই তাঁরা খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *