সদাচরণ বলতে কথা, কাজ ও আচার-ব্যবহারে নম্রতা, ভদ্রতা, সহানুভূতি, ন্যায়পরায়ণতা ও দয়া প্রদর্শন করা বোঝায়। এসব গুণের কারণে মানুষ যেমনভাবে সমাজে প্রশংসিত ও সম্মানিত হয়, ঠিক তেমনভাবে পরকালীন সফলতা অর্জন করাও সহজ হয়। আবার এই গুণগুলোর অভাবে মানুষ যেমনভাবে লজ্জিত, অপমানিত ও নিন্দিত হয়, ঠিক তেমনভাবে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়াও কঠিন হয়। কেননা রাসূল (সা.) বলেছেন, ঈমানদার মানুষ চিন্তাশীল ও ভদ্র হয়। আর পাপী মানুষ ধূর্ত ও অসভ্য হয়ে থাকে। (তিরমিযি: ১৯৬৪)
কাজেই প্রত্যেক ঈমানদারেরই উচিত কথা-বার্তা ও চাল-চলনে নম্রতা, ভদ্রতা ও শালীনতা বজায় রেখে জীবন পরিচালনা করে সদাচারী হওয়া।
সাদাচরণের গুরুত্ব: ইসলামে সদাচরণের গুরুত্ব অনেক। এই সম্পর্কে অনেক আয়াত ও হাদীস এসেছে। যেমন- আল্লাহ রব্বুল আলামীন বলেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ কর। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালবাসেন। (সূরা আলে ইমরান: ১৫৯)
অন্যত্র এসেছে, তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন। (সূরা নাহল: ১২৫)
নবী (সা.)-এর সহধর্মিণী আয়িশাহ্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হে আয়িশাহ্! আল্লাহ্ তা’আলা নম্র ব্যবহারকারী। তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্রতার দরুন এমন কিছু দান করেন যা কঠোরতার দরুন দান করেন না; আর অন্য কোন কিছুর দরুনও তা দান করেন না। (মুসলিম: ৬৪৯৫)
উল্লেখিত আয়াত ও হাদীসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে, কুরআন ও হাদীসের আলোকে সদাচরণের গুরুত্ব অপরিসীম।
সদাচরণের প্রতিদান: সদাচরণের ব্যাপক প্রতিদান রয়েছে। এই গুণের কারণে একজন আরেকজনের প্রতি বিশ্বাস ও ভালোবাসা প্রদর্শন করে থাকে। সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জিত হয় ইত্যাদি। এই সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন,
আর ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। (ফুসসিলাত: ৩৪)
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিবো না, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি (জনপ্রিয়), সহজ-সরল, নম্রভাষী ও সদাচারী। (তিরমিযি: ২৪৮৮)
উপসংহার: সদাচরণ মানুষের সর্বোত্তম গুণের অন্তর্ভূক্ত। এটি মানুষকে প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তোলে। একজন সদাচারী ব্যক্তি সমাজে সম্মান পায়, শান্তি পায় এবং অন্যের হৃদয়ে স্থান দখল করে নেয়। এই গুণ না থাকলে মানুষ জ্ঞানী বা ধনী হলেও সমাজে প্রকৃত মর্যাদা পায় না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে নম্রতা, ভদ্রতা, সহানুভূতি ও সত্যনিষ্ঠার মাধ্যমে সদাচারী হওয়া। আল্লাহ আমাদের সবাইকে সদাচারী হওয়ার তাওফীক দিন। আমীন।
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব।