# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপি দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) ও কিশোরগঞ্জ-৫ (বাজিতরপুর-নিকলী) আসনে মনোনয়ন স্থগিত রেখেছে। বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ-৫ আসনে দলের বাইরে মানোনয়ন না দিতে দলের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন। অন্য কোন দলকে মনোনয়ন দিলে বাজিতপুর-নিকলীর নেতা-কর্মীরা মেনে নেবেন না। তখন আসনটি হারাতে হবে বলে শীর্ষ নেতৃত্বকে সতর্ক করে দিয়েছেন। তিনি ৫ নভেম্বর বুধবার দুপুরে বাজিতপুরের সরারচর এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল হক মোস্তফা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এছাড়া বিকালে বাজিতপুর সদরে ইকবালের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিলও হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে মুজিবুর রহমান ইকবালকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
মুজিবুর রহমান ইকবাল তাঁর বক্তৃতায় আরও বলেন, বিএনপি থেকে সারা দেশের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনটিও স্থগিত রেখেছে। এতে আপামর জনতা, বিএনপির নেতা-কর্মীরা মর্মাহত হয়েছেন। তিনি বলেন, বিএনপি ১২ দলীয় জোট নিয়ে নির্বাচন করতে চায়। তাদের সাথে আলোচনা করে, দেনদরবার করে মনোনয়ন দেওয়া হবে বলেই ২৩৭টি আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে। যেহেতু বাজিতপুরের একজন নেতার দল জোটে জড়িত আছে, সেই কারণে আসনটি স্থগিত রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের দলের সকলের অবদান ও ত্যাগের কথা অবহিত আছেন। তিনি সকলের মনের কথা, মনে ব্যথা জানেন। যেহেতু জোটের বিষয় আছে, সেই কারণে আসনটি স্থগিত রেখেছেন। তিনি কোন ভুল সিদ্ধান্ত নেবেন না। আশা করি এই আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে। এখানে আমি ছাড়াও দলে অনেক যোগ্য প্রার্থী আছেন। যাকেই মনোনয়ন দেন, সবাই আনন্দের সাথে নির্বাচন করবে। দল ভুল সিদ্ধান্ত নিতে পারে না। দলের প্রতি আস্থা রাখতে হবে, অনুগত থাকতে হবে। তারেক রহমান যা বলবেন, তা মেনে চলতে হবে।
ইকবাল বলেন, এই আসন বিএনপির শক্তিশালী ঘাঁটি। বিএনপি ছাড়া আর কাউকে এখানে মনোনয়ন দেওয়ার চেষ্টা করবেন না। বাজিতপুর-নিকলীর মানুষ গ্রহণ করবেন না। বিএনপির যে কাউকে মনোনয়ন দেন, আমি রাজি। কিন্তু বিএনপির বাইরে যদি মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন, আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই আসনটি বরাবরই বিএনিপর।
ইকবাল আরও বলেন, সামনে দুর্দিন। নির্বাচন যেন না হয়, এর জন্য বিভিন্ন দল এবং এজেন্সি ষড়যন্ত্রে লিপ্ত। চোখ-কান খোলা রাখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সুশৃংখল থাকতে হবে। বিএনপি একবার আন্দোলনে নামলে কেউ দাবিয়ে রাখতে পারবে না।
উল্লেখ্য, বাজিতপুরের বাসিন্দা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন ১২ দলীয় জোট বিগত দিনে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন করেছে। সেই কারণে এহসানুল হুদাকে এই আসনটি ছাড় দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে বুধবার বিকালে বাজিতপুর সদরে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে মুজিবুর রহমান ইকবালের মনোনয়নের পক্ষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।