• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

ভৈরবে ‘মানব কল্যাণে ভৈরব’-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণে ভৈরব’ আয়োজন করেছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫। ২৫ অক্টোবর শনিবার ভৈরব উপজেলার চানপুর চকবাজার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা সেবার মধ্যে ছিল—সাধারণ রোগ নির্ণয়, নারী ও শিশু স্বাস্থ্য পরামর্শ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ নানা সেবা।
ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে মাতৃকা জেনারেল হাসপাতাল, ভৈরব।
ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এ উদ্যোগ। সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে প্রাথমিক চিকিৎসা পায়, সেটাই আমাদের লক্ষ্।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও মানব কল্যাণে ভৈরবের উপদেষ্টা সাংবাদিক মো. আলালউদ্দীন, ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন সুজন,
ডা. নুরুজ্জামান জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী জামান, আসাদুজ্জামান আসাদ, হুমায়ূন কবির মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,“আগামীতে আরও বৃহৎ পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।”
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্প পরিদর্শন করে এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *