# মোস্তফা কামাল :-
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেছেন, সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। তিনি মূলত সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূস কেবল তিনটি রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী করার কারণে আরও একটি পাতানো নির্বাচনের আশঙ্কা ব্যক্ত করেছেন। এমনটা হলে ড. ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশন পার পাবে না বলে তিনি ফেসবুকে মন্তব্য করেছেন। এমনকি পাতানো নির্বাচনের আলামত স্পষ্ট হয়ে উঠলে গণঅধিকার পরিষদসহ অনেক দলই নির্বাচন বয়কট করবে বলেও তিনি মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন।
৬ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তাঁর একটি ফেসবুক স্ট্যাটাসে এই আশঙ্কার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। ‘আবারও একটা পাতানো নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ?’ শিরোনামের আবু হানিফের ওই স্ট্যাটাসের লেখাটি এখানে হুবহু তুলে ধরা হলো।
“বাংলাদশের মানুষ গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদের পতনের পর মানুষ মনে করে তার ভোটাধিকার ফিরে পেয়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মানুষ আশা করছে তারা ভোটের মাধ্যমে পছন্দের যোগ্য নেতাকে বেছে নিতে পারবে। কিন্তু আসলেই কি একটা সঠিক নির্বাচন হবে! এটা নিয়ে অনেকটা সংশয় তৈরি হয়েছে। অনেকের ধারণা আরেকটা পাতানো নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ।
সম্প্রতি জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের ৬ জন প্রতিনিধিকে সাথে করে নিয়ে গেছেন। এখানে এই তিনটি দলকে কোন প্রক্রিয়ায় সিলেক্ট করা হয়েছে তা দেশের জনগণ জানে না। যদি বলা হয় গণঅভ্যুত্থানের পক্ষের দল হিসেবে নেওয়া হয়েছে তাহলে প্রশ্ন থাকবে এই তিনটা দলই কি শুধু গণঅভ্যুত্থানের পক্ষে ছিলো? আরও অনেক দলই তো গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের কোন ক্রাইটেরিয়াতে বাদ দেওয়া হলো?
রাজনীতিতে গুঞ্জন রয়েছে, আগামীর নির্বাচনে ভাগবাটোয়ারার সমঝোতা করার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতিসংঘে সফরে যাওয়া তিনটি দলের সাথে প্রাথমিক সমঝোতা হয়েছে। এই গুঞ্জন সত্যি হলে জনগণ আবারও একটা প্রহসনের আমি ডামি মার্কা নির্বাচন দেখতে পাবে। আবার জনগণ বঞ্চিত হবে তাদের ভোটাধিকার থেকে। তবে এই ধরনের নির্বাচন করে পার পাবে না ড. ইউনূসের সরকার। ইতোমধ্যে এই সরকারের নানা অনিয়ম নিয়ে প্রশ্ন উঠছে যার দায় ড. ইউনূস এড়াতে পারেন না। সরকার যদি কোন কোন রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে আবারও পাতানো নির্বাচন করতে চায় তার চরম মূল্য দিতে হবে এটা পরিষ্কার।
জনগণের ভোটাধিকার হরণ করায় সাবেক সিইসিকে জুতার মালা গলায় দিয়ে পুলিশে দিয়েছিল জনগণ। আগামীতে কোন কমিশন যদি একই তামাশার আয়োজন করে তাহলে তাদের গলায়ও জুতার মালা দিবে জনগণ।
সোমবার বেলা ২টার দিকেও আবু হানিফ তাঁর ফেসবুকে একটি স্টিকার দিয়ে লিখেছেন, ‘বিএনপি জামায়াতের পরামর্শে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে ইসি।’
আবু হানিফকে এ প্রতিবেদকের পক্ষ থেকে ফোনে প্রশ্ন করলে তিনি তাঁর ফেসবুকের নির্বাচন সংক্রান্ত বক্তব্যটি তাঁর দলের কেন্দ্রীয় কমিটিরই মূল্যায়ন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, যদি পাতানো নির্বাচনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে, তাহলে গণঅধিকার পরিষদসহ অনেক দলই এ ধরনের নির্বাচন বয়কট করবে।
উল্লেখ্য, আবু হানিফকে দলের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।