# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় করিমগঞ্জ উপজেলার ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশকে সবুজ-শ্যামল করে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশ রক্ষা করে, অক্সিজেন যোগায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
বিএনপি নেতা আলীম উদ্দিনের সভাপতিত্বে ও গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক তাজ মাহমুদ, গোলাম কিবরিয়া খুররম, উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা আল আমিন, গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ, যুবদল নেতা জুলফিকার রায়হান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা এমপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে তাঁর প্রতিশ্রুতি জনমনে আশার আলো জাগিয়েছে। আগামী নির্বাচনে দলের প্রস্তুতি এবং সদস্য বৃদ্ধি নিয়ে অগ্রসর হবে। আগামীতে সংগঠনকে আরও শক্তি শালী করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। রাজনৈতিক পরিস্থিতি, দলের কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভার আগে এমপি প্রার্থী নিজ হাতে একটি বনজ গাছ রোপণ করেন। এ সময় অ্যাডভোকেট গোলা ম সারোয়ার, ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশীদ, করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন পল্টু, করিমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশারফ হোসেন, যুগ্ম-আহব্বায়ক মোজাম্মেল হক কনক, যুগ্ম-আহ্বায়ক ফাইজুল ইসলাম সুজন, রকি ভূঁইয়া, গুণধর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ধনু মিয়া, আইন উদ্দিন, আল হাফিজ, মোখলেছ, নিয়ামত উল্লাহ, আতিকুর রহমান, রাকিব, নবী হোসেন, আ. হান্নান, মাসুদ, রুহুল আমিন, আবুল কাশেম, ফেরদৌস, আ. মন্নাছসহ স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র-যুব সমাজ, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।