# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের এক আনসার সদস্য চাকরি করতেন চট্টগ্রামে। ছুটি নিয়ে আসছিলেন বাড়িতে। স্ত্রী অপেক্ষায় ছিলেন। স্বামীর জন্য ভাল কিছু রান্নাবান্নাও করছিলেন। কিন্তু পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এ আনসার সদস্য। তিনি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আলগাপাড়া গ্রামের নূর মামুদ মেম্বারের বড় সন্তান মাসুদ রানা মাসুদ (৪০)।
প্রতিবেশি আসাদুজ্জামান আসাদ জানান, মাসুদ চট্টগ্রাম থেকে ১ সেপ্টেম্বর সোমবার বাসযোগে বাড়ি আসার পথে বিকালে তীব্র বুকের ব্যথা অনুভব করেন। এসময় পাশের আসনের যাত্রী মাসুদের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে ফোন করে বিষয়টি জানান এবং মাসুদের ছবিও পাঠান। পরিবারের সদস্যরা এ ঘটনায় অস্থির হয়ে পড়েন। পরে ওই যাত্রী সোহেলকে ফেনীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘেষেণা করেন। খবর পেয়ে স্বজনরা ফেনীতে গিয়ে রাতে লাশ বাড়ি নিয়ে এসেছেন। মাসুদের এরকমভাবে বাড়ি প্রত্যাবর্তনে এলাকাবাসী অনেকটা বাকরুদ্ধ। পরিবারে চলছে শোকের মাতম।