# নিজস্ব প্রতিবেদক :-
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গণঅধিকার পরিষদ জেলা শাখার পক্ষ থেকে আজ বুধবার দুপুরে শহরের পুরানথানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে শ্লোগান দেওয়া হয়, ‘নুরের ওপর হামলা কেন ইউনূস সরকার জবাব চাই, অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই করতে হবে, হামলাকারীদের অবিলম্বে বিচার চাই করতে হবে, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ কর করতে হবে’ ইত্যাদি। মিছিল শেষে এসব দাবিতে বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান প্রমুখ।