• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা ভৈরবে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান

অটোরিকশা আটকে রাখার জের ভৈরবে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০, আটক ১৫

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১ মাস আগে অটোরিকশা আটকানোর ঘটনার জেরে আবারো দফায় দফায় সংঘর্ষে বাড়িঘর দোকানপাট ভাঙচুরসহ ৩০ জনের মতো আহত হয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। ২৪ আগস্ট রোববার পৌর শহরের চণ্ডিবের এলাকার পশ্চিম পাড়া ও পাগলা বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩০ জন আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন সাদির মিয়া (২০), ফরহাদ (২৫), সামির মিয়া (১৫), রিদওয়ান (১৬), আল আমিন (১৮), সামিরুল ইসলাম (১৮), মারুফ মিয়া (১৯), আল আমিন (১৫), শাহ আলম (১৮), জাকির হোসেন (২২), মোবাশ্বির (১৭), সাব্বির (২৫)। এ ছাড়াও ২৩ আগস্ট আহত হয়েছেন সানাই (২৪), রাকিব মিয়া (২৮), ইমরান মিয়া (২৮)। এদের মধ্যে সানাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রিদওয়ান এবং সাব্বিরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই দুপুরে চণ্ডিবের পাগলা বাড়ির পাপনের সাথে এক রিকশা চালকের বাকবিতণ্ডা হয়। এসময় পাপন অটোরিকশা আটকিয়ে রাখে। এদিকে পশ্চিম পাড়ার মিন্টু মিয়া ও খোকন মিয়াসহ স্থানীয়রা অটোরিকশাটি উদ্ধার করে অটো চালককে ফিরিয়ে দেয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ২৬ জুলাই একই বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়। ওইদিন উভয় পক্ষের ১৫ জন আহতসহ অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল।
এ ঘটনায় দুই সপ্তাহ আগে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দিলেও যুবকদের মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা রয়ে যায়। ২৩ আগস্ট শনিবার বিকালে পশ্চিম পাড়া ও পাগলা বাড়ির কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৪ আগস্ট রোববার বিকাল ৫টায় ফের সংঘর্ষ শুরু হয়। রাত ৭টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানা পুলিশকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেতৃবৃন্দ চলে আসলে রাত ৮টায় আবারো উভয় পক্ষ দা, বল্লম, লাঠি সোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৩০ জন আহতসহ ৩০টি বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত চলে এই সংঘর্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. আজরাফ মাহাদী বলেন, রাত ৯টা থেকে রোগী আসতে শুরু করে। রাত ১১টা পর্যন্ত ১২ জন রোগী চিকিৎসা নেয়। সময় যত যাচ্ছে হাসপাতালে রোগীদের সংখ্যা তত বাড়ছে।
এ বিষয়ে স্থানীয় পশ্চিম পাড়ার বাসেদ মিয়া বলেন, ১ মাস আগে ঝগড়া হওয়ার পর মীমাংসা হলেও এলাকায় উত্তেজনা ছিল। ২৩ আগস্ট শনিবার রাতে পাগলা বাড়ির যুবকেরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের এলাকার বাড়িঘর দোকানপাট ভাঙচুর করেছে। পরে পশ্চিম পাড়ার মানুষ প্রতিহতের চেষ্টা করেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নাসির মিয়া জানান, আমরা বাড়ি পশ্চিম পাড়ায় এটাই আমার অপরাধ। আমার দোকানসহ বেশ কয়েকটি দোকানপাট কেন ভাঙচুর করা হয়েছে? দুইদিন পর পর বিভিন্ন বংশ ঝগড়া করলেই আমাদের রাস্তার পাশে থাকা বাড়িঘর দোকানপাট ভাঙচুর করে৷ আমরা এলাকার ঝগড়ার স্থায়ী সমাধান চাই। দোষীদের কঠোর বিচার চাই।
এ বিষয়ে পাগলা বাড়ির শরিফ মিয়া বলেন, ২৩ আগস্ট শনিবার আমাদের বাড়ির এক ছোট ভাইকে মারধর করেছে পশ্চিম পাড়ার যুবকরা। আমরা বিচার নিয়ে গেলে আমাকেসহ সবাইকে দা বল্লম নিয়ে তাড়া করে। আমি তাদের ইট পাটকেলের আঘাতে আহত হয়েছি। আমি পশ্চিম পাড়ার সাথে সংঘর্ষের স্থায়ী সমাধান চাই।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। চণ্ডিবের গ্রামে দু-দিন পর পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এটি ভৈরবের সামাজিক অবক্ষয়ের পরিণতি। স্থানীয় নেতৃবৃন্দের গাফিলতির কারণেই সংঘর্ষের সৃষ্টি হয়। আজ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *