# রাজীবুল হাসান :-
ভৈরব মেঘনা নদীর ত্রি-বেণী সেতু এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে। ঘন্টাব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সেতু এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে রাখেন। ১৭ আগস্ট শনিবার বিকাল ৫টায় ভৈরব ত্রি-বেণী সেতু এলাকায় এ পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জানা যায়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বর্তমানে দেশের ৫৯টি জেলা ও ১৫০টির বেশি উপজেলায় বিডি ক্লিনের সদস্য রয়েছে ৫০ হাজারের বেশি।
তারা নিজ নিজ জেলা-উপজেলায় সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্থানীয় একটি অপরিষ্কার স্থান নির্বাচন করে তা পরিষ্কার এবং সবুজায়ন করেন। তারই ধারাবাহিকতা ভৈরব ত্রি-বেণী সেতু এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন। এতে একঝাঁক তরুণ-তরুণী অংশ নেন।
এসময় বিডি ক্লিন এর সদস্যরা বলেন, ভৈরব শহর একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার একমাত্র বিনোদন কেন্দ্র হিসাবে ভৈরব ত্রি-বেণী সেতু এলাকায় প্রতিদিন হাজারো মানুষ পরিবার ও স্বজনদের নিয়ে ঘুরতে আসেন। কিন্তু এসব জায়গায় যত্রতত্রভাবে গড়ে উঠা খাবার ও বিভিন্ন দোকানের ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় না ফেলে তারা যেখানে সেখানে ফেলে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য নষ্ট ও পরিবেশ দূষণ করছে। তাই দর্শনার্থীসহ সকলকে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতা করতে আজকের এ অভিযান।
তাঁরা আরো বলেন, আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ-বাংলাদেশের প্রতিটি নাগরিককে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস থেকে সরিয়ে নিয়ে আসা। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা ওই জায়গায় সচেতন করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব হবে না।
তবে পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে আমরা কখনোই কোনো বাধার সম্মুখীন হইনি।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মনির হোসেন, বিডি ক্লিন কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ইরফান দিবস, জেলা সহ-সমন্বয়ক শাইলা বাহার চৈতি, মোশারফ হোসেন, মোজাহিদ করিম প্রমুখ।