# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে নানার বাড়ি থেকে বেড়ানো শেষে বাড়ি ফিরেই ভাইবোন একসাথে খেলতে গিয়ে ডোবায় পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া গাছতলাঘাট বালুর মাঠ সংলগ্ন ডোবায় এ ঘটনা ঘটে। আড়াই বছরের শিশু জান্নাতুল ফেরদৌস তোহা গাছতলাঘাট এলাকার আবু বকর ছিদ্দিক হাউজিং কমপ্লেক্স এলাকার মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মাসুম মিয়ার মেয়ে। শিশু তোহার মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তোহার পিতা একজন অটোরিকশা চালক। পরিবারে তোহার চার বছরের হোসাইন নামে এক ভাই রয়েছে। সকালে নানা বাড়ি থেকে বেড়ানো শেষে বাড়ি ফিরেই সকাল সাড়ে ১০টায় বালুর মাঠে খেলতে যায় দুই ভাইবোন। বেলা ১১টায় বড় ভাই হুসাইন খেলার মাঠ থেকে বাড়ি ফিরলেও ফিরেনি তোহা। ডোবার পাশে কাজ করতে যাওয়া কিছু লোক ডোবার পানিতে ভাসতে দেখেন শিশুটিকে। প্রথমে তারা শিশুটিকে খেলার পুতুল ভাবলেও পরে কাছে গিয়ে দেখতে পান কন্যা শিশু। এদিকে মেয়েকে এদিক সেদিক খুঁজে গিয়ে দেখতে পায় শিশুটি পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।
এ বিষয়ে শিশুটির খালা খাদিজা বেগম বলেন, সকালে আমাদের বাড়িতে তোহা তার নানার সাথে নাস্তা খেয়ে বাড়িতে এসেছে। আমার বোন বাড়িতে বসে তরকারি কাটছিল। সকাল সাড়ে ১০টায় তোহা ও হোসাইন খেলতে গেলে ১১টায় হুসাইন বাড়ি চলে আসে। শিশু হুসাইনও বাবা মাকে কিছু বলেনি। এদিক ওদিক খুঁজে গিয়ে পানিতে পড়ে তোহা মৃত্যুর খবর জানতে পারি। গরিব হলেও অনেক আদর যত্ন করেই লালন পালন করছে তোহাকে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি এ প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।