# নিজস্ব প্রতিবেদক :-
মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাকের দুই যমজ ছেলের একজন মারা গেছেন। ছেলের এক বন্ধু আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ছেলের নাম সাহেদুল ইসলাম অনিক (২০), আহত হয়েছেন শহরের উকিলপাড়ার আবু সাঈদ (২০)।
পরিবার সূত্রে জানা গেছে, অনিক ও সাঈদ মোটর সাইকেল নিয়ে ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে নিকলীতে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ১২টার দিকে কিশোরগঞ্জ ফেরার পথে করিমগঞ্জের জাফরাবাদ বাগানবাড়ি এলাকায় অপর একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে তাদের দ্রুত গতির মোটর সইকেলটি রাস্তায় উল্টে গিয়ে দু’জন মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে ১৫ আগস্ট শুক্রবার সকালে অনিক মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তবে সাঈদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। ১৫ আগস্ট শুক্রবার বিকালে জানাজা শেষে অনিককে শহরতলির শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে দাফন করা হয়েছে।