# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বর্তমান আইজিপি বাহারুল আলমের গ্রামে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী। এসময় বিভিন্ন বক্তা অভিযোগ করেন, মাদক ব্যবসা অনেক আগে থেকেই ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের নিষ্ক্রীয়তা এবং টহলের দুর্বলতার সুযোগে এই এক বছরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা এলাকায় মাদক ব্যবসা অনেক বেড়েছে। মাদকের পাশাপাশি জুয়ার প্রকোপও বেড়েছে। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। বক্তাগণ মাদক ও জুয়ার ছোবল থেকে এলাকাবাসী ও তরুণ-যুব সমাজকে রক্ষা করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
১৫ আগস্ট শুক্রবার দুপুরে কাজলা গ্রামের গাংগুয়ারপাড় বাজারে সর্বস্তরের এলাকবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ও প্লাকার্ড বহন করা হয়। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাহফুজুল হক, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন, সাবেক সেনা সদস্য ইছহাক মিয়া, হাফেজ শেখ ফরিদ, ব্যবসায়ী হেলাল মিয়া, হুমায়ুন কবীর, নান্নু মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, মাদকের আগ্রাসনে এলাকাবাসী তাদের সন্তানদের নিয়ে আতঙ্কিত। কোনভাবেই এর বিস্তার রোধ হচ্ছে না। এলাকায় জুয়ার প্রকোপও বেড়েছে। আইন শৃংখলা পরিস্থিতি নাজুক পর্যায়ে চলে গেছে। এলাকার মোস্তাফিজ ও পলাশসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী বেপরোয়াভাবে মাদকের ব্যবসা করছে। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য বক্তাগণ প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে বাধ্য হবে বলে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেছেন। এলাকাবাসী জানান, বর্তমান আইজিপি বাহারুল আলমের বাড়ি এই কাজলা গ্রামে। মানববন্ধন থেকে গাংগুয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংস্কারেরও দাবি জানানো হয়েছে। মানববন্ধন শেষে এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।