# নিজস্ব প্রতিবেদক :-
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেছেন, জুলাই অভুত্থানের পর এদেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন হয়েছে। আগের মত কেন্দ্র দখল বা ৫০০ টাকা এক হাজার টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। কিশোরগঞ্জের মানুষ এবারের নির্বাচনে তরুণ নেতৃত্বকে বেছে নেবে। কিশোরগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী আবু হানিফ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কিশোরগঞ্জ শহর, মাইজখাপন ও মহিনন্দ ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের সময় বিভিন্ন পথসভায় এসব কথা বনে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষ ৫৪ বছরের রাজনীতির সংস্কৃতির পরিবর্তন চায়। মানুষের চাওয়াকে সম্মান জানিয়ে সংস্কার করতে হবে। গণহত্যার বিচার করতে হবে। বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। জুলাই অভুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। তরুণরা প্রমাণ দিয়েছে, তারা কোন ভয়ের কাছে আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এই এক বছরেও আইন শৃংখলা পরিস্থিতির তেমন উন্নতি করতে পারেনি। বড় বড় অপরাধীদের আইন শংখলা বাহিনী ধরলেও কয়েক দিন পর বেরিয়ে আসে। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে বিভিন্ন রাজনৈতক দলের আইনজীবীরা। এই সরকারের আমলে অনেক শীর্ষ সন্ত্রাসীও জামিনে বেরিয়ে এসেছে। এদের বিচার নিশ্চিত করতে না পারলে অপরাধ কমবে না। আবু হানিফ বলেন, স্বাধীনতার পর কিশোরগঞ্জের মানুষ অনেক বড় বড় নেতা পেয়েছে। কিন্তু এলাকার কোন উন্নয়ন হয়নি, মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। গণসংযোগে আরও অংশ নেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জল, জেলা কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী অভি চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান প্রমুখ।