অধ্যাপক রমজান আলীকে ফুল দিয়ে স্বাগত জাননো হচ্ছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
বৌদ্ধ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি দয়াল কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক রজমান আলী। তিনি বুধবার ঢাকায় বৌদ্ধ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সৌজন্য সাক্ষাতে অধ্যাপক রমজান আলী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। ফলে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সমর্থন কামনা করেছেন। এসময় বৌদ্ধ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কিশোর কুমার বড়ুয়া, অদ্বীপ মিডিয়া সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোশতাক আহমেদ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।