• শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর বাজিতপুরে ‘জুলাই যোদ্ধা’ রাকিব হত্যার এক মাসেও গ্রেপ্তার হয়নি কেউ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ৬৩ জন কৃষক ঋণ গ্রহন না করেও ঋণ খেলাপী, ভৈরব জনতা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত ইমুতে ৩ মাসের পরিচয়: অতঃপর ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা অনু কিশোরগঞ্জে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৯ বছর পর হচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিলর ২১০৭ কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

সম্ভাব্য করোনা মোকাবেলায় কিশোরগঞ্জে কমিটি হয়েছে পরীক্ষার সরঞ্জাম সঙ্কট

সম্ভাব্য করোনা মোকাবেলায়
কিশোরগঞ্জে কমিটি হয়েছে
পরীক্ষার সরঞ্জাম সঙ্কট

# মোস্তফা কামাল :-
দেশে করোনা ভাইরাসের নতুন প্রকরণের সংক্রমণ দেখা যাচ্ছে। এর ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করোনা সংক্রমণ মোকাবেলায় নিজ উদ্যোগে একটি কমিটিও গঠন করেছেন। তবে করোনার নমুনা পরীক্ষার ল্যাব এখন অকার্যকর। কিট এবং জনবল সঙ্কটও রয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানিয়েছেন, করোনা নিয়ে আলোচনার জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তিনটি জুম মিটিং হয়েছে। তবে ডা. হেলিশ রঞ্জন সরকার নিজ উদ্যোগে মঙ্গলবার হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করেছেন। সেখানে মেডিসিন বিভাগের প্রধান ডা. জহিরুল হককে সভাপতি, হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরুজ্জামান সেলিমকে সদস্য সচিব ও ডা. মিজানুর রহমানকে ফোকাল পার্সন করে ডাক্তার ও নার্সদের নিয়ে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠিও এসেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, করোনা মোকাবেলায় জনবল ঠিক আছে কি না, নমুনা পরীক্ষার যন্ত্রপাতি সচল আছে কি না, কিড সংরক্ষণের জন্য ফ্রিজ সচল আছে কি না ইত্যাদি।
ডা. হেলিশ রঞ্জন সরকার জানিয়েছেন, এখনও শঙ্কিত হওয়ার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি। কিশোরগঞ্জে এখনও কোন করোনা রোগি শনাক্ত পড়েনি। তার পরও সবাইকে সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে।
এদিকে সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্ম্মা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে সকল বিভাগীয় শহরে করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। এখন সব জেলায় ল্যাব ঠিক নেই। নমুনা পরীক্ষার জনবল ও কিট নেই। সেগুলি ঠিক হবার পর জেলা ও উপজেলা পর্যায়েও পরীক্ষা শুরু হবে। তবে কারও সর্দি-জ্বর হলেই করোনা পজিটিভ মনে করে চিকিৎসা নিতে হবে। সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজের আরটিপিসিআর ল্যাব অব্যবহৃত থাকায় এখন অকার্যকর। জনবল এবং কিটেরও সঙ্কট রয়েছে। তবে সর্দি-জ্বর হলে করোনা পরীক্ষার দরকার নেই। এসব রোগের চিকিৎসা আর করোনার চিকিৎসা একই রকম। কাজেই সর্দি-জ্বর হলেই চিকিৎসা শুরু করতে হবে, আর নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। এছাড়া এখন থেকেই বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। যারা টিকা নিয়েছেন, তারা কম ঝুঁকিপূর্ণ হলেও তাদেরকেও সতর্কতা অবলম্বন করা উচিত। খুব প্রয়োজন না হলে জনবহুল জায়গাগুলো পরিহার করা উচিত বলে পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন অভিজিৎ শর্ম্মা।
এর আগেরবার যখন করোনা মহামারি আকারে দেখা দিয়েছিল, তখন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপতাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তখন সেবার মান এতটাই উন্নত ছিল, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও এখানে রোগী পাঠানো হতো। এর পরও তখন জেলায় ৮৩ জন রোগীর মৃত্যু হয়েছিল বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক দু’বারের এমপি বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মিজানুল হকও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *