# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় আসন্ন ঈদুল আযহার জামাত শুরু হবে সকাল ৯টায়। ১৯ মে সোমবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ঈদগা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এবারের ১৯৮তম জামাতে ইমামতি করবেন বিশিষ্ট মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।
কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয়, জামাতকে কেন্দ্র করে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে পর্যাপ্ত সংখ্যক ক্যামেরাবাহী ড্রোন, ভিডিও ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। মুসল্লিদের আর্চওয়ের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করতে হবে। এই ঈদেও দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের জন্য ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরবে থেকে কিশোরগঞ্জে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দু’টি ঈদ স্পেশাল ট্রেন আসবে। জামাত শেষে মুসল্লিদের নিয়ে ট্রেন দু’টি আবার গন্তব্যে ফিরে যাবে। ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তাফিজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন প্রমুখ।