# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যেগে ৯ মে শুক্রবার সকাল ১০টায় উরদিঘী দাখিল মাদরাসায় ক্যাম্প অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ডা. জেহাদ খান এ ক্যাম্পের উদ্বোধন করেন। মোট ২ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমিটির সভাপতি ও জামায়াত নেতা সোহেল রানা ভূঁইয়া, উরদিঘী দাখিল মাদরাসা সুপার ও জামায়াত নেতা মাওলানা মাহতাব উদ্দিন, সহকারী সুপার নূরুল ইসলাম, আলহাজ্ব রঙ্গুখান মেমোরিয়াল মহিলা আলিম মাদরাসা সহকারী সুপার ও জামায়াত নেতা আলী নেওয়াজ, জামায়াত নেতা শাহ ফয়জুল্লাহ, গুণধর ইউনিয়ন জামায়াত ইসলামীর কমিটির আমির আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শরীফ, সাংগঠনেক সম্পাদক আতাউর রহমান, জামায়াত নেতা সাইফুল ইসলাম সাদী, গুণধর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক এমদাদুল হক, আবু তাহের, আজহারুল ইসলাম আশরাফ, জোবায়ের আহমেদ, মোহাম্মদ আলী, মাহমুদুল হাসান মাসুদ, মাজহারুল ইসলাম, মো. নূরুল হক, আশরাফুল ইসলাম, গুণধর ইউনিয়ন ছাত্র শিবির কমিটির সভাপতি সানা উল্লাহ প্রমুখ। এছাড়া মেডিকেল ক্যাম্পে আনুমানিক ৫শ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।