• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

সবজি চাষে জনপ্রিয় হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ

# উজ্জ্বল সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃষিক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে ‘সেক্স ফেরোমন ফাঁদ’। উপজেলার চরপুমদী, রহিমপুর, চরবিশ্বনাথপুরসহ আশপাশের গ্রামের অনেক কৃষকই এখন পোকা দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে এই জৈব পদ্ধতি ব্যবহার করছেন। এর ফলে বিষমুক্ত সবজি উৎপাদন সম্ভব হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।
জানা গেছে, সেক্স ফেরোমন ফাঁদ হলো এমন একটি প্রযুক্তি, যেখানে স্ত্রী পোকা কর্তৃক নিঃসৃত প্রজনন হরমোনের কৃত্রিম গন্ধ ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করা হয়। ফাঁদের ভেতরে থাকা সাবান মেশানো পানিতে পোকাগুলো পড়ে মারা যায়। ফলে তারা আর প্রজনন করতে পারে না এবং পোকার সংখ্যা ধীরে ধীরে কমে যায়।
কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, সেক্স ফেরোমন ফাঁদের সফল প্রয়োগ কৃষিতে এক বিপ্লব আনতে পারে। বিষমুক্ত সবজি চাষের এ উদাহরণ হোসেনপুর ছাড়িয়ে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়লে নিরাপদ খাদ্য নিশ্চিতের পথ আরও সুগম হবে।
চরপুমদী গ্রামের কৃষক মো. মিজানুর রহমান নবাব বলেন, আগে কীটনাশক ব্যবহার করে প্রতি সপ্তাহে অনেক টাকা খরচ হতো। এখন সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছি। এতে খরচ কমেছে, ফসলও ভালো হচ্ছে। আর বিষমুক্ত সবজি হওয়ায় বাজারে দামও ভালো পাচ্ছি।
রহিমপুর গ্রামের আরেক চাষি মো. নূরুল ইসলাম বলেন, আমার লাউ আর করলার ক্ষেতে সাদা মাছি আর ফল ছিদ্রকারী পোকা খুব সমস্যা করতো। এখন এই ফাঁদ বসানোর পর পোকা অনেকটাই কমে গেছে। আমি অনেক খুশি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুন শাহান জানান, প্রতি একর জমিতে গড়ে ৩০ থেকে ৪০টি ফাঁদ বসানো হলে ভালো ফল পাওয়া যায়। প্রতিটি ফাঁদের সঙ্গে ফেরোমন ট্যাবলেট ও সাবান মেশানো পানি ব্যবহার করা হয়। এই প্রযুক্তি সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব ও নিরাপদ হওয়ায় দিন দিন এর ব্যবহার বাড়ছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম শাহজাহান কবির বলেন, কৃষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, ফেরোমন ফাঁদ সরবরাহ করছি এবং মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছি। এই প্রযুক্তি শুধু পোকার উপদ্রব কমাচ্ছে না, কৃষকের খরচও কমাচ্ছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদনের সুযোগ সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *