# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, একজন উপদেষ্টার এপিএস যদি এত টাকার মালিক হন, তাহলে পিএস আর অন্যরা কত টাকার মালিক হয়েছেন! তিনি বলেন, আমিও ছাত্র রাজনীতি করেছি। একটি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ছাত্রদের ক্ষমতায় বসিয়ে দিতে হবে, এটা আমরা ঠিক মনে করি না। তিনি আরও বলেন, কেবল সংস্কার আর সংস্কার বলা হচ্ছে। প্রয়োজনীয় কিছু সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের কথা বললেই তাদের মন খারাপ হয়ে যায়। একটা দল রাজনীতি করে মূলত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য।
আমরা ১৫ বছর আন্দোলন করে জেল-জুলুম সহ্য করেছি। মামলায় পড়ে জেল খেটেছি। অনেকেই মারা গেছেন। জুলাই আন্দোলনে হয়ত সফলতা এসেছে। কিন্তু দীর্ঘ ১৫ বছরের আন্দোলনের ফলশ্রুতিতেই এই সাফল্য এসেছে। একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে হাবিব উন-নবী খান সোহেল বলেন, ধৈর্যের একটা সীমা আছে। বিএনপি আন্দোলন স্থগিত করেছে, আন্দোলন বন্ধ করেনি। বিএনপি একটি জনপ্রিয় দল। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে বলেই নির্বাচন দিতে চায় না। তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনার বিশ্বব্যাপী খ্যাতি আছে। আপনার ওপর যখন জুলুম হয়, তখন বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন। আপনার যেন সম্মান ক্ষুন্ন না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। এখন বলা হয় অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড। এরা কারা? তখন উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে বলতে থাকেন ‘ভুয়া ভুয়া’।
গতকাল বুধবার উপজেলা সদরের কাছেমুল উলুম কওমি মাদ্রাসা মাঠে বেলা ১২টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। উপজেলা বিএনপির আহবায়ক সাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা কমিটির দুই সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন লিটন।
সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। এরপর ২০২০ সালে কমিটি বিলুপ্ত করে বর্তমান আহবায়ক কমিটি করা হয়েছিল। এই সম্মেলনটি হবার কথা ছিল গত ১৫ জানুয়ারি। কিন্তু সম্মেলনকে কেন্দ্র করে ১২ জানুয়ারি এক পক্ষের হাতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাছান রতন (৫৮) নিহত হবার কারণে সম্মেলন স্থগিত করেছিল জেলা বিএনপি। এর সাড়ে তিন মাস পর গতকাল সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এক ধরনের উত্তেজনার আশঙ্কা করা হলেও কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন সম্পন্ন হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে দু’জন সভাপতি প্রার্থী ছিলেন সাইদুজ্জামান মোস্তফা ও সারওয়ার হোসেন লিটন। সাইদুজ্জামান মোস্তফা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করার কারণে সারওয়ার হোসেন লিটনকে সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে কোন সমঝোতা না হওয়ায় কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা সিদ্ধান্ত হয়।