# মিলাদ হোসেন অপু :-
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে করুইতলা থেকে এক র্যালি বের হয়ে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলায় পরিষদে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা সাবেক ভিপি সাইফুল হক, একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম, সমবায় অফিসার রুবাইয়া বেগম, পরিবহণ বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মিয়া, বাস মালিক সমিতির অন্যতম নেতা সেলিম মোল্লা প্রমুখ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, এদেশে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার অধিক গুরুত্ব দিয়েছে। শ্রমিকদের কর্ম সংস্থান নিশ্চিতের পাশাপাশি তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা জোড়দার করা হচ্ছে।
এদিকে মহান মে দিবস উপলক্ষে ভৈরবে সরকারি-বেসরকারি উদ্যোগে ও বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানান কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজন।