# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া (৪৫) কে প্রধান আসামি করে থানা মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার ২০ এপ্রিল বিকালে নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় বাদশা মিয়াকে প্রধান আসামি করে আসাদুজ্জামান (৫০), ফারুক মিয়া (৪০) ও রসিদ মিয়া (৪৮)সহ ৬৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর বাজারে সকালে এক সালিশি দরবারে দুই গ্রুপের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে মিজান মিয়া (৪১) নামের একজন নিহত হয়। এ ঘটনায় ওইদিন আহত হয়েছে আরও ২০ জন। মিজান মিয়া ভবানীপুর সোলাইমান পুর মইদর মুন্সিবাড়ির মৃত রবিউল্লাহ মিয়ার ছেলে।
আরো জানা যায়, ৫৭ বছর ধরে সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তা বাড়ি ও সরকার বাড়ির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। সরকার বাড়ির পক্ষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরকার শেফায়াত উল্লাহ এবং কর্তা বাড়ির পক্ষে নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন ৷ দুই পক্ষের দ্বন্দ্বে এ পর্যন্ত ১৪ জন খুন হয়েছেন। ১৫ এপ্রিলও মৌটুপী গ্রামে দুই বংশের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এসময় ৩০ জন আহত হয়। ওই দিন রাতে মৌটুপী গ্রামের ঝগড়া ভবানীপুর গ্রামে ছড়িয়ে পড়ে। ভবানীপুর বুদুর বাড়ির বংশ অংশ নেন মৌটুপি গ্রামে কর্তা বাড়ি পক্ষে ও সোলাইমান পুরের মইদর মুন্সিবাড়ি বংশ অংশ নেন সরকার বাড়ির পক্ষে। এসময় ভবানীপুরের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
ভবানীপুরের বিষয়টি নিয়ে ১৮ এপ্রিল শুক্রবার ভবানীপুরের স্থানীয় ও আশপাশ গ্রামের নেতৃবৃন্দদের নিয়ে ভবানীপুর বাজারে সালিশ হয়। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে সোলাইমান পুরের মইদর মুন্সি বাড়ির মিজান মিয়া আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব, হত্যার ঘটনার পর বর্তমানের মৌটুপী ও ভবানীপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত মিজানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।