• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা ভৈরবে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ

বর্তমান সরকার অত্যন্ত জনপ্রিয় সংসদে বৈধতার প্রয়োজন নেই —— হাসনাত কাইয়ূম

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন হাসনাত কাইয়ুম -পূর্বকণ্ঠ

বর্তমান সরকার অত্যন্ত জনপ্রিয়
সংসদে বৈধতার প্রয়োজন নেই
———— হাসনাত কাইয়ূম

# নিজস্ব প্রতিবেদক :-
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেছেন, বর্তমান সরকারকে সংসদের বৈধতা নেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার উৎখাত হওয়ার পর সুপ্রীম কোর্টের ব্যাখ্যার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এ সরকারকে শপথ করিয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এ সরকার নির্বাচিত সরকারের চেয়েও জনপ্রিয়। তবে একাত্তরে তাজ উদ্দিনের সরকারও ছিল অত্যন্ত জনপ্রিয় সরকার। একটি দল ছাড়া সকল দল বর্তমান সরকারকে সমর্থন দিয়েছে। কাজেই এ সরকারের বৈধতা নিয়ে কোন সমস্যা নেই। গতকাল শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত ছাত্র, সাংবাদিক ও সুধীজনদের সাথে ‘দেশ বাঁচাতে প্রয়োজন সংস্কার, সমঝোতা ও নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত কাইয়ূম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য তাঁরা সবার সাথে কাজ করতে পারেন। কিন্তু আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী ছাড়া। কারণ, এ দু’টি দলই গণহত্যাকারী দল। রাষ্ট্র সংস্কার আন্দোলন গণহত্যাকারী আর পাচারকারীদের সাথে কাজ করতে পারে না। এরা যতদিন জনগণের সামনে ঘোষণা দিয়ে এখান থেকে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তাদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঐক্য হতে পারে না। অন্য সকল দলের সাথে ঐক্য হতে পারে।
জেলা কমিটির আহবায়ক সোহেল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বাজিতপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমল চন্দ্র সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা উইমেন চেম্বারের সভাপতি ফতেমা জহুরা আক্তার, মঠখলা কলেজের শিক্ষক সাখাওয়াত হোসেন, সংগঠনের নিকলী উপজেলা শাখার আহবায়ক খায়রুল মোমেন স্বপন, সেলিম পারভেজ, অ্যাডভোকেট সামছুল আলম, হরিপদ দাস নাটু প্রমুখ। সঞ্চালনা করেন বাজিতপুর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম।
হাসনাত কাইয়ূম বর্তমান সরকারকে অদক্ষ আখ্যায়িত করে বলেছেন, এ সরকারের যেখানে যেখানে অদক্ষতা আছে, সেগুলি স্বীকার করে অবিজ্ঞ মহলের সহায়তা নেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার জন্য কাজ করা উচিত। ৫০ বছর ধরে যারা রাজনীতি করেন, তাঁদের মধ্যে সংস্কার সম্পর্কে অস্বচ্ছতা আছে। তাঁরা মনে করেন, সংসদে গিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। তাঁরা আগে দেখেছেন, ১৭ বার সংবিধান পরিবর্তন করা হয়েছে। আসলে সংসদ সংবিধান পরিবর্তন করতে পারে না। বিএনপি আগে বলেছিল ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, এখন তারা সেখান থেকে পিছিয়ে এসেছে। এগুলি আলোচনার ফল। সংস্কার ও নির্বাচন নিয়ে সবার মাঝে একটি সমঝোতা তৈরি হওয়া উচিত বলে হাসনাত কাইয়ূম মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *