# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে অপারেশনের জন্য পেট কেটে অপারেশন না করেই সেলাই করে রোগীকে বেডে নেওয়ার অভিযোগ উঠেছে মেডিল্যাব জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টার (প্রা.) এর বিরুদ্ধে।
জানা যায়, নরসিংদী পটিয়া গ্রামের দারগা বাড়ির প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী শিল্পী বেগম (৩৮) প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ১৬ এপ্রিল বুধবার সকালে ভর্তি হন পৌর শহরের নিউটাউন মোড় এলাকার মেডিল্যাব জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টার (প্রা.)। এ হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানেই তার চিকিৎসা শুরু হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে ক্লিনিক থেকে জানানো হয় তার পেটের মধ্যে টিউমার রয়েছে এটি বেশি জটিল হয়ে গেছে দ্রুত অপারেশন করতে হবে। পরে তারা ১৬ এপ্রিল বুধবার হাসপাতালে ভর্তি হলে পরদিন ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে শিল্পী বেগমের পেটে অপারেশন করার জন্য নেয়া হয়। কিন্তু অপারেশন সম্পন্ন না করেই ডাক্তার তার পেট পুনরায় সেলাই করে বেডে স্থানান্তর করেন। হাসপাতালের বেডে শুয়ে এখন ব্যাথায় কাতরাচ্ছেন শিল্পী বেগম।
এ বিষয়ে রোগী শিল্পী বেগম বলেন, আমার পেটে টিউমারের কারণে বেশি ব্যাথা অনুভব হলে নরসিংদীর একটি হাসপাতাল থেকে ব্যাথার ইনজেকশন দিয়ে ব্যাথা কমিয়ে মেডিল্যাব জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিস সেন্টার (প্রা.) এ আসি। আসার পর তারা আমার মুখের কথা শুনে আল্ট্রসনোগ্রাফি করতে হবে। পরে আল্ট্রসনোগ্রাফি করে আমাকে জানান, আমার রোগ বেশি জটিল হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। পরে তাড়াতাড়ি অপারেশন করে তারা দেখেন তারা পারবেন না। পরে আমার পেট সেলাই করে আমাদের বলে দেই ১-২ মাস বাসায় থেকে একটু সুস্থ হয়ে ঢাকায় গিয়ে অপারেশন করান, এ অপারেশন আমরা করতে পারবো না। পরে আমার বাব-চাচারা এসে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিলে তারা আমার চিকিৎসাটা ভুল হয়েছে বলে স্বীকার করছে। এর আগে তারা নিজেদের ভুল স্বীকার করতে চাইনি।
রোগীর মা আলিয়া খাতুন জানান, আমার মেয়ে অসুস্থ হওয়ার পর হাসপাতালটির চিকিৎসা ভালো শুনে নরসিংদী থেকে ১৬ এপ্রিল বুধবার এখানে নিয়ে আসি। পরে আমার মেয়ের যা যা পরীক্ষা-নিরীক্ষার করার দরকার তা করেছেন। পরে আমরা ওইদিন বুধবারেই হাসপাতালে রোগীকে ভর্তি করাই। পরে একদিন পর বৃহস্পতিবার রাতে তারা আমার মেয়েকে অপারেশন করার জন্য নিয়ে যায়। পরে পেট কেটে দেখেন ডাক্তাররা অপরারেশন করতে পারছে না বলেন আমাদের দ্বারা সম্ভব না। আপনারা একমাসের সময় নিয়ে গা শুকালে ঢাকাতে গিয়ে অপারেশন করাবেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বলেন যা টাকা পয়সা লাগবে ভালো চিকিৎসার জন্য এখানেই তারা নিয়ে চিকিৎসা ব্যবস্থা করে দিবে।
রোগীর মেয়ে তানজিনা বলেন, আমার মাকে আল্টাসনোগ্রাফি ও রক্ত পরীক্ষা করে ৫০ হাজার টাকা চুক্তিতে হাসপাতালে ভর্তির একদিন অপারেশন করেন ডাক্তার। অপারেশন থিয়েটারে রোগীর পেট কাটার পরে আমাদের জানানো হলো রোগীর টিউমারের সাথে অন্যান্য অঙ্গ একসাথে পেঁচিয়ে রয়েছে। এ কারণে অপারেশন সম্পন্ন করা যাচ্ছে না। যার জন্য অপারেশন ছাড়াই পেট সেলাই করে আবার বেডে দিয়ে দিলো, আমার প্রশ্ন হলো রোগী যদি অপারেশন করে ভালো করা নাই যাবে তাহলে কেন অপারেশন করা হলো? অপারেশন থিয়েটার থেকে বের করার পর আমাদের বলা হয় বাসায় নিয়ে যেতে এবং ১ মাস বাসায় রেখে কিছুটা সুস্থ করে অন্য জায়গায় গিয়ে অপারেশন করাতে। পরে আমাদের পরিবারের সদস্যদের চাপে বর্তমানে এই হাসপাতালে আরো কয়েকদিন চিকিৎসা দিয়া প্রাথমিক ভাবে সুস্থ করে কয়েকমাস পর অন্য হাসপাতালে চিকিৎসা করার সহযোগীতা করবেন বলে একটি লিখিত দেন হাসপাতালে কর্তৃপক্ষ। কিন্তু এ হাসপাতালে ডাক্তার যদি অপারেশন নাই করতে পারবে তাহলে কেন রোগীকে ধরল। তারা যা করেছেন তা সম্পূর্ণ একটা অন্যায় কাজ করেছেন। যদি পরবর্তীতে এর কারণে যদি আমার মা এর কোনো ক্ষতি হয় তাহলে এর দায়-দায়িত্ব এই হাসপাতালকেই নিতে হবে।
অপারেশনের ব্যাপারে ডা. একেএম জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, রোগীর অপারেশন আমরা করিনি। পেট কাটার পর দেখা যায় টিউমার এর সাথে পেটের ভিতরের অন্যান্য অঙ্গ একসাথে পেঁচিয়ে ছিলো যার কারণে আমরা অপারেশন করিনি। যদি আমরা অপারেশন করতাম তাহলে রোগী মারা যাওয়ারও সম্ভাবনা থাকতো তাই ঝুঁকি নেওয়া হইনি। পরবর্তীতে প্রস্তুতি নিয়ে যেকোন হাসপাতালে এই রোগীর অপারেশন করা হলে আমাদের হাসপাতালের পক্ষ থেকে রোগীকে সহযোগিতা করা হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প.প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ডাক্তাররা যে কোন রুগীর অপারেশন করতে গিয়ে যদি কোন রকম বড় ধরণের সমস্যা পায় তবে সেই অপারেশন বন্ধ করতে পারে৷ ডাক্তাররা যখন অপারেশন করে তখন সকল ধরণের পরিক্ষা নীরিক্ষা করে থাকেন। এখন দেখার বিষয় হচ্ছে অপারেশন করতে গিয়ে তাদের কোন গাফিলতি আছে কি না। পরিক্ষা নিরীক্ষা করতে গিয়ে কোন অবহেলা ছিল কি না। বিশেষ করে রোগী ও তার স্বজনরা যদি কোন অভিযোগ আমার কাছে অথবা সিভিল সার্জন স্যারের কাছে করে তবেই তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।