• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কলের লাঙল আসলেও বীজতলার ভরসা গবাদি কটিয়াদীতে লেবু চাষে ভাগ্য পরিবর্তন কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন সবার নজর এখন ঢাকার দিকে কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংক অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে ভৈরবে বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেতাদের গ্রেপ্তারে থানায় কর্মীদের জয় বাংলা শ্লোগান, করিমগঞ্জের ওসি-পরিদর্শক একযোগে প্রত্যাহার ডাকাতি প্রস্তুতিকালে ভৈরবে শীর্ষ সন্ত্রাসী প্যারা রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার শাশুড়ির অত্যাচারে গৃহবধূর বিষপান, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামী ফেলে গেলেন স্ত্রীর মরদেহ ভৈরবে জুতার কারখানায় আকস্মিক আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ঠিকাদারের মামলায় ৩০ জন আনসার ১৬০ আউটসোর্সিং কর্মীর ৬ মাসের বেতন বন্ধ

ঠিকাদারের মামলায় ৩০ জন
আনসার ১৬০ আউটসোর্সিং
কর্মীর ৬ মাসের বেতন বন্ধ

# নিজস্ব প্রতিবেদক :-
ঠিকাদারের মামলার কারণে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০ জন আনসার ও ১৬০ জন আউটসোর্সিং কর্মীর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের বেতন আটকে গেছে। এর মধ্যে ৩০ আনসারের মোট বেতন আটকেছে ৪১ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা। আর ১৬০ জন আউটসোর্সিং কর্মীর মোট বেতন আটকেছে এক কোটি ৬২ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা। এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার।
তিনি জানান, হাসপাতালে এসব লোকবল নিয়োগের ঠিকাদারি পেয়েছিল ‘গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রা. লি.)’ নামে একটি প্রতিষ্ঠান। তাদের সাথে গত ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের পক্ষ থেকে নতুন করে ঠিকাদার নিয়োগের টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে গালফ সিকিউরিটি হাইকোর্টে আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য একটি মামলা করেছিলেন। মামলায় বিবাদী করা হয়েছিল সরকার, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ও হাসপাতলের ভারপ্রাপ্ত পরিচালককে। শুনানি শেষে হাইকোর্ট থেকে টেন্ডারের কার্যক্রম স্থগিত করা হয়। যে কারণে কর্মীদের বেতন আটকে গেছে।
কেবল ৩০ আনসার সদস্য জানুয়ারি পর্যন্ত বেতন পেলেও ১৬০ আউটসোর্সিং কর্মী জানুয়ারি থেকেই বেতন পাচ্ছেন না। তবে ড. হেলিশ রঞ্জন সরকার গত ১৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজ উদ্যোগে আগামী জুন পর্যন্ত বেতনের টাকার জন্য আবেদন করলে সেখান থেকে ওই দিনই অর্থ মন্ত্রণালয়ে বেতন ছাড়ের সুপারিশ করে চিঠি গিয়েছে। ঈদের আগেই বেতন চলে আসবে বলে ডা. হেলিশ রঞ্জন সরকার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, এক সঙ্গে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসের বেতন ছাড়ের জন্য চিঠি দেওয়া হয়েছে।
হাসপাতালের হিসাব রক্ষণ অফিস সূত্রে জানা গেছে, ড্রাইভার, ইলেক্ট্রেশিয়ান, লিফট অপারেটর, প্লাম্বার ও পাম্প অপারেটরসহ ১৫ জনের মাসিক বেতন ১৭ হাজার ৬৩০ টাকা করে। এছাড়া দু’জন বাবুর্চির মাসিক বেতন ১৬ হাজার ৪৩০ টাকা করে। অন্যদিকে ৪০ জন পরিচ্ছন্নতা কর্মী, ২০ জন ওয়ার্ডবয়, ২০ জন আয়া, ১৫ জন নিরাপত্তা কর্মী, ১০ জন স্ট্রেচার বেয়ারার, ১০ জন ল্যাব এসিস্ট্যান্ট, ১০ জন সহকারী বাবুর্চি, ১০ জন ওটি বয়, ৬ জন ইমার্জেন্সি এটেন্ড্যান্ট ও দু’জন মালির মাসিক বেতন ১৬ হাজার ১৩০ টাকা করে। ঠিকাদারের কমিশন, ভ্যাট ও আয়কর বাদ দিয়ে এই ১৬০ জন আউটসোর্সিং কর্মীর মাসিক বেতন আসে ২৭ লাখ ১৬ হাজার ৩৭২ টাকা। সেই হিসাবে ৬ মাসের বেতন আটকেছে এক কোটি ৬২ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা।
এদিকে টুটুল আহমেদ নামে একজন আনসার সদস্য জানান, হাসপাতালে ৬৩ জন আনসার দায়িত্ব পালন করতেন। কিন্তু তিন মাস আগে ৩৩ জন কমিয়ে এখন ৩০ জন রাখা হয়েছে। যে কারণে তাদের কাজের চাপও বেড়ে গেছে। এর ওপর তাদের বেতন আটকে গেছে। অপর এক নিরাপত্তা কর্মী করিমগঞ্জর নিয়ামতপুর গ্রামের সজিব মিয়া জানিয়েছেন, তিনি বেতন পান ১৬ হাজার ১৩০ টাকা। অন্য আউটসোর্সিং কর্মীদের সাথে তাঁরও বেতন আটকেছে তিন মাসের। এমনিতেই দরিদ্র পরিবার। তার ওপর চলছে রমজান। সামনে ঈদ। সময়মত বেতন না পেলে কী করে ঈদ করবেন, এই দুশ্চিন্তায় সময় যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *