# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভৈরব উদয়ন স্কুলের সভাপতি জাকির হোসেন কাজল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, অ্যাকাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, ব্লু-বার্ড স্কুল পরিচালক সুমন মোল্লা, ন্যাশনাল স্কুল প্রতিনিধি আসাদুজ্জামান বাবলু, এমবিশন পাবলিক স্কুল পরিচালক নূরে-লায়লা রিক্তা প্রমুখ।
ভৈরব উদয়ন স্কুল পরিচালক মতিউর রহমান সাগর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাভিশণ টেলিভিশন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, বৈশাখী টেলিভিশন ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, গাজি টিভি ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের মতো প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে তেমন গুরুত্ব দেয়া হয় না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধা পায়। বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক বেতন পাওয়াই কষ্ট সাধ্য। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গাইড বাণিজ্য মহামারি আকার ধারণ করেছে। এদিকে সকল প্রতিকূলতা মোকাবেলা করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জের সাথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মানের দিক দিয়েও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের সন্তানদের লেখা পড়ায় বেসরকারি স্কুলে ঝুঁকছে।
বক্তারা আরো বলেন, কিছু কিছু বিদ্যালয় গাইড বই নির্ভর কমাতে হবে। বোর্ড বইয়ে যা থাকে গাইড বইয়ে থাকে না। বিভিন্ন স্কুলে নিয়মিত মনিটরিং করলে শিক্ষা প্রতিষ্ঠান চাইলেও কোন রকম গাফিলতি করতে পারবে না। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় প্রধানদের আরো কঠোর ও যত্নশীল হতে হবে। প্রাইভেট এডুকেশন সেক্টরে অনেক সুনামধারী শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে। তাদের অনেকের শিক্ষার মান অনেক ভালে। অনেক প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মান কোনো না কোনো ক্ষেত্রে সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের চেয়ে উন্নত। তবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে নিয়ে যেতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন যথাযথ উদ্যোগ ও নীতিমালা। প্রয়োজন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ঐক্যবদ্ধতা ও সমন্বয়। তাহলেই নিশ্চিত হবে মানসম্মত শিক্ষা। এমনটাই মনে করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।