# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে উপহার ১৪৮২ জনের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গুণধর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিতরণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জ উপজেলার ৮নং গুণধর ইউনিয়নে ১৮ মার্চ এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাদল ভূঁইয়া, মিলন মিয়া, শাহাব উদ্দিন, চাঁন মিয়া, দ্বীন ইসলাম প্রমুখ। গুণধর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মাথাপিছু ১০ কেজি হারে সর্বমোট ৫৬৭৪টি দরিদ্র পরিবারের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এলাকার দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হবে। ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. আবুল বাশার মৃধা বলেন, স্বচ্ছতার ভিত্তিতে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে।