• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন |
  • English Version

মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা দিয়ে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬ মার্চ রোববার বিকাল সাড়ে ৫টায় সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযুক্ত ছেলে ফজলে রাব্বী (২৩)। অভিযোগকারী পিতা মো. আল আমিন মিয়া। তিনি পৌর শহরের কমলপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে ফজলে রাব্বী একজন মাদক সেবী। মাদকের টাকার জন্য প্রায় সময় বাবা ও মাকে অত্যাচার করে থাকে। এমনকি নিজ ঘরের জিনিসপত্র চুরি করে বিক্রি করে। টাকা না দিলে ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুর করে। ১৫ মার্চ শনিবার টাকা না পেয়ে বাবা মাকে মারধর করে আহত করে। নিরুপায় বাবা মা উপায় না পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার পরিদর্শক মাসুদুর রহমান অভিযুক্ত ফজলে রাব্বিকে নিজ বাড়ি থেকে আটক করে। আটকের পর ফজলে রাব্বীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ মাসের সাজা প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্তের পিতা মো. আল আমিন মিয়া বলেন, সংসারে আমার ১ ছেলে এক মেয়ে। আমি একটি বেসরকারি হাসপাতালে জেনারেটর অপারেটর হিসেবে কাজ করি। আমার ছেলে মাদক সেবনের টাকার জন্য আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। ১৫ মার্চ শনিবার আমার কাছে মাদকের জন্য ৩৫শ টাকা চাই আমি না দেয়ায় আমাকে এলোপাথারি আঘাত করে জখম করে। আমার স্ত্রী ফেরাতে গেলে তাকেও মারধর করে। প্রতিদিন কোনো না কোন ভাবে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। এমনকি ঘরে থাকা আমার ভাগনে ও ছোট নাতিকে সে মারধর করে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসেও রাব্বীকে ৩ মাসের সাজা দেয়া হয়েছিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। বাড়ি এসেই আবারো মাদকের টাকার জন্য মারধর শুরু করেছে। আমি নিরুপায় হয়ে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। আমি চাই আমার ছেলেকে ৬ মাস না হয় ১ বছর সাজা দেয়া হোক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, রোববার সকালে আহত অবস্থায় অভিযুক্তের বাবা মা ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেল ভৈরব শাখার সহায়তায় বিকালে ফজলে রাব্বিকে আটক করা হয়। আটকের সময়ও তার কাছে মাদক সেবনের গাঁজা পাওয়া যায়। মা বাবাকে মারধরের অভিযোগে ফজলে রাব্বিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সন্তানদের প্রতি সকল বাবা মাকে নজরদারি রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *