# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সংগঠক কামরুল আহসান কাঞ্চনকে র্যাব গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় করিমগঞ্জ থানার মামলায় ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে তাঁকে বাড়ি থেকে র্যাব গ্রেপ্তার করে করিমগঞ্জ থানায় সোপর্দ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ। চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।