# নিজস্ব প্রতিবেদক :-
একটি টিভি টক শোতে সাবেক পাকিস্তান নেজামে ইসলামীর প্রয়াত সভাপতি মাওলানা আতহার আলীর বিরুদ্ধে বক্তব্য রাখার প্রতিবাদে কিশোরগঞ্জে সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ১৫ মার্চ শুক্রবার বাদ জুমা মাওলানা আতহার আলীর প্রতিষ্ঠিত শহরের শহীদি মসজিদের সামনে থেকে ব্যানার ও প্লাকার্ড নিয়ে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর শহীদি মসজিদের সামনে সমাবেশে আতহার আলীর নাতি মাওলানা মাজহার শাহ ছাড়াও বক্তৃতা করেন মাওলানা মো. রনি, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা জুনাইদ আহমেদ প্রমুখ।
বক্তাগণ বলেন, এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপির বিরুদ্ধে নয়, ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে। ফজলুর রহমান ইসলাম, ওয়াজ মাহফিল, আলেম উলামা এবং গণঅভুত্থানের সমন্বয়কদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন। মাওলানা আতহার আলীকে নিয়ে কটুক্তি করেছেন। তাঁরা ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন। বক্তাগণ ফজলুর রহমানকে ‘পল্টিবাজ’ আখ্যা দিয়ে বলেন, তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ হয়ে এখন একজনের আঁচলের নীচে আশ্রয় নিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্য শুনলেই বোঝা যায়, তিনি বিএনপিকে ঘৃণা করেন। বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপির ক্ষতি করছেন। তিনি আওয়মী লীগ ও ভারতের হয়ে কাজ করছেন। উল্লেখ্য, ফজলুর রহমান সম্প্রতি একটি টিভি টক শোতে মাওলানা আতহার আলীর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন।