# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ বলেছেন, কিশোরগঞ্জ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রশস্ত নরসুন্দা নদীকে খননের নামে কচুরিপানায় পূর্ণ আবদ্ধ খালে পরিণত করা হয়েছে। জেলার ৪৩টি নদীর মধ্যে ছোট ও মাঝারি প্রায় সব নদীতেই চলছে দখল প্রাতিযোগিতা। কয়েকটি নদী নর্দমার আকার ধরণ করেছে। আবার বড় নদীগুলো ভরাট হয়ে নব্যতা হারিয়েছে। নেতৃবৃন্দ সকল নদীর দখল উচ্ছেদ, ড্রেজিং করে নব্যতা ফিরিয়ে আনা এবং ব্রহ্মপুত্র থেকে নরসুন্দার উৎসমুখে কাউনা বাঁধ খুলে দিয়ে প্রাণ সঞ্চার করার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে শুক্রবার সকালে জেলা শহরের সৈয়দ নজরুল চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এসব দাবি তুলে ধরেন।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সদস্য রুহুল আমিন, কামরুন্নাহার, চন্দ্রা রাণী সরকার, লুৎফুল কবীর, আব্দুর রহমান, আব্দুল কাদির হিরো প্রমুখ।