# উজ্জ্বল কুমার সরকার :-
সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও বন্ধু মহল মানবিক সংগঠন। উপজেলার ঐতিহ্যবাহী হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ১১ মার্চ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়ার কথা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার কারণে দিনদিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের মা-বোনরাও আজ নিরাপদ নয়। মারাত্মক হুমকির মুখে সমাজ। ধর্ষণসহ বিভিন্ন অন্যায় কাজ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা।
ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খান, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক নুরুল আজম পারভেজ, প্রভাষক শরীফ উদ্দিন খান, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী শারমিন আক্তার, বন্ধু মহল মানবিক সংগঠনের মহাপরিচালক প্রিয়ান্ত হাসান ফরহাদ, উপ-মহাপরিচালক ইয়াসিন, অর্থ সম্পাদক সিফাত আহমেদ, সহ-অর্থ সম্পাদক আদ্রিয়ান সাকিব, হামিম, তুফা, শিক্ষার্থী ফারজানা, সাদিয়া, লামিয়া জান্নাত, ফাতেমা জাহানারা তন্নী প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।