# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৪০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৮ মার্চ শনিবার কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের স্বাক্ষরে আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
তেজগাঁও কলেজের শিক্ষার্থী জাফর সাদিক খান নূরেন’কে আহ্বায়ক ও বাজিতপুর সরকারি কলেজের শিক্ষার্থী তানজিদ হোসেন শুভ্র’কে সদস্য সচিব, বাজিতপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোসাহিদুর রহমান সাদিকে মুখ্য সংগঠক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী জারিফ রহমান আজাদ’কে মুখপাত্র করে ৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে স্থান পেয়েছেন ওয়ালিদ বিন মোহাম্মদ মাসুম ও জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব পদ পেয়েছেন ফাহাদ বিন মাহি।
নতুন কমিটির আহ্বায়ক জাফর সাদিক খান নূরেন বলেন, ‘ছয় মাসের জন্য আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা পৌরসভা, কলেজ, ইউনিয়ন কমিটি গঠন শুরু করব। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের এসব কমিটিতে রাখা হবে।’