# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আব্দুল হেলিম নামে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন। তিনি করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ জানিয়েছেন, বৈষম্যবিরোধি মিছিলে হামলার ঘটনায় র্যাবের একটি দল ৯ মার্চ রোববার রাতে চেয়ারম্যান আব্দুল হেলিমকে এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। তাঁকে আজ ১০ মার্চ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।